ওয়ালটন উদ্যোক্তা পরিচালকরে শেয়ার বিক্রির ঘোষণা


জ্যেষ্ঠ প্রতিবেদক প্রকাশের সময় : এপ্রিল ১৮, ২০২৪, ১২:৫৭ অপরাহ্ণ / Print This Post Print This Post
ওয়ালটন উদ্যোক্তা পরিচালকরে শেয়ার বিক্রির ঘোষণা

পুঁজিবাজারে প্রকৌশল খাতে তালিকাভুক্ত কোম্পানি ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসির উদ্যোক্তা পরিচালক এস এম রেজাউল আলম শেয়ার বিক্রি করার ঘোষণা দিয়েছেন। এই উদ্যোক্তা পরিচালক কোম্পানির ৩ লাখ শেয়ার বিক্রি করবেন।

বৃহস্পতিবার (১৮ এপ্রিল) ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (ডিএসই-সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

উদ্যোক্তা পরিচালক এস এম রেজাউল আলমের কাছে ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজের ৩ কোটি ৮৯ লাখ শেয়ার আছে। এর মধ্যে থেকে তিনি কোম্পানির ৩ লাখ শেয়ার বিক্রি করার আগ্রহ প্রকাশ করেছেন।

এই উদ্যোক্তা আগামী ৩০ কর্মদিবসের মধ্যে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) পাবলিক বা ব্লক মার্কেটে উল্লেখিত পরিমাণ শেয়ার বিক্রি করতে পারবেন।

চলতি বছরের ৩১ মার্চ পর্যন্ত সর্বশেষ হিসাব অনুযায়ী, ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজের মোট শেয়ারের মধ্যে উদ্যোক্তা পরিচালকদের কাছে ৯৮.৯০ শতাংশ, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ০.৪৪ শতাংশ, বিদেশি বিনিয়োগকারীদের কাছে ০.১০ শতাংশ এবং সাধারণ বিনিয়োগকারীদের কাছে ০.৫৬ শতাংশ শেয়ার আছে।


আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০