রেকর্ড ভাঙল স্বর্ণের দাম


নিজস্ব প্রতিবেদক প্রকাশের সময় : এপ্রিল ১৮, ২০২৪, ১০:৫৪ অপরাহ্ণ / Print This Post Print This Post
রেকর্ড ভাঙল স্বর্ণের দাম

স্বর্ণের দাম বাড়ছে দফায় দফায়। ঈদুল ফিতরের আগে একদফা বৃদ্ধির পর ফের বাড়ল স্বর্ণের দাম। প্রতি গ্রাম স্বর্ণের দাম এক লাফে ১৭৭ টাকা বাড়িয়ে ১০ হাজার ২৭৫ টাকা নির্ধারণ করা হয়েছে। যা ইতোপূর্বে ১০ হাজার ৮০ টাকায় বিক্রি হয়ে আসছিল।

সে হিসেবে সব থেকে ভালো মানের বা ২২ ক্যারেটের এক ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম দাঁড়াচ্ছে এক লাখ ১৯ হাজার ৬৩৮ টাকা। যা এতদিন ১ লাখ ১৭ হাজার ৫৭৩ টাকায় বিক্রি হয়ে আসছিল। সে হিসেবে ভরি প্রতি স্বর্ণের দাম বাড়ল ২ হাজার ৬৫ টাকা।

বৃহস্পতিবার (১৮ এপ্রিল) বাংলাদেশ জুয়েলার্স সমিতির (বাজুস) স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটির চেয়ারম্যান মাসুদুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, স্থানীয় বাজারে তেজাবী স্বর্ণের দাম বেড়েছে। তাই সার্বিক পরিস্থিতি বিবেচনায় বাংলাদেশ জুয়েলারি অ্যাসোসিয়েশন স্বর্ণের নতুন দাম নির্ধারণ করেছে, যা আজ থেকেই কার্যকর হবে।

স্বর্ণের দাম পরিবর্তন হলেও অপরিবর্তিত রয়েছে রূপার দাম। ২২ ক্যারেটের এক ভরি রূপা ১ হাজার ৭১৫ টাকা, ২১ ক্যারেটের রূপা ১ হাজার ৬৩৩ টাকা, ১৮ ক্যারেটের রূপা ১ হাজার ৪০০ টাকা এবং সনাতন পদ্ধতির এক ভরি রূপা ১ হাজার ৫০ টাকা নির্ধারণ করা হয়েছে।


আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০