১৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ || ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ || ৯ই জিলকদ, ১৪৪৫ হিজরি

নড়াইলে ৩ প্রতিষ্ঠানকে জরিমানা

মোঃ খাইরুল ইসলাম চৌধুরী, কালিয়া (নড়াইল)প্রতিনিধিঃ , প্রকাশিত হয়েছে-

নড়াইল জেলার কালিয়া উপজেলায় মূল্য তালিকা না থাকা, দাম বেশি রাখা ও নোংরা পরিবেশে পণ্য রাখায় ৩টি ব্যবসা প্রতিষ্ঠানকে ৩৫ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর, নড়াইল।

বুধবার (২২ মার্চ) দুপুরে নড়াইলের কালিয়া উপজেলার চাচুড়ী ও বারইপাড়া বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করেন।

উক্ত অভিযানে নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের নড়াইল কার্যালয়ের সহকারী পরিচালক প্রণব কুমার প্রমাণিক।

এসময় জেলা আনসার সদস্যের একটি তদারকি টিম অভিযানে অংশ নেয়।

অভিযানে মেসার্স মায়ের দোয়া বেকারিকে ১৫ হাজার, মেসার্স শহিদুল স্টোরকে ১০ হাজার, মেসার্স ফরিদ বেকারি অ্যান্ড কনফেকশনারিকে ১০ হাজারসহ মোট ৩৫ হাজার টাকা জরিমানা করেন। এছাড়া নিত্য প্রয়োজনীয় পণ্য, ওষুধ, স্বাস্থ্যবিধি মেনে ক্রয়-বিক্রয় করার জন্য নির্দেশনা দেওয়া হয়।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের নড়াইল কার্যালয়ের সহকারী পরিচালক প্রণব কুমার প্রমাণিক বলেন, জনস্বার্থে এ ধরনের অভিযান চলমান আছে।