৯ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ || ২৬শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ || ২৯শে শাওয়াল, ১৪৪৫ হিজরি

বঙ্গোপসাগরে দুই দল জেলেদের মধ্যে মারামারি ৫ গুরুতর আহত

শেখ মোহাম্মদ আলী, শরণখোলা , প্রকাশিত হয়েছে-

বঙ্গোপসাগরে দু দল জেলেদের মধ্যে সংঘর্ষে ৫ জন গুরুতর আহত হয়েছে। বনরক্ষীরা গিয়ে ফাঁকা গুলি করে জেলেদের ছত্রভঙ্গ করে দেয়। বুধবার সকালে কটকা অঞ্চলের ফুসফুসেরচর এলাকায় এ ঘটনা ঘটে। গুরুতর আহত পাঁচ জেলেকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

শরণখোলা হাসপাতালে ভর্তি জেলেদের মহাজন উপজেলার উত্তর রাজাপুর গ্রামের রফিকুল ইসলাম সাংবাদিকদের কাছে অভিযোগ করে বলেন, বুধবার সকাল ছয়টার দিকে (২৭ মার্চ ) তার জেলেরা বঙ্গোপসাগরের ফুসফুসেরচর এলাকায় সাগরে মাছ ধরার জন্য জাল ফেলে। এ সময় পাথরঘাটার পদ্মস্লুইস এলাকার হালিম খানের পুত্র রফিকুল ও তার ২০/২৫জন জেলে তিনটি ট্রলারে করে এসে আমার জেলেদের উপরে হামলা করে মাছ ধরতে নিষেধ করে। আমার জেলেরা তাদের নিষেধ উপেক্ষা করে মাছ ধরা শুরু করলে ঐ জেলেরা আমার জেলেদের বেদম মারধর করে। এতে ৫ জন গুরুতর আহত হয়। মারামারির ঘটনার খবর পেয়ে কটকা ফরেস্ট অভয়ারণ্যে কেন্দ্রের বনরক্ষীরা ঘটনাস্থলে গিয়ে ফাঁকা গুলি করে হামলাকারী জেলেদের ছত্রভঙ্গ করে দেয় বলে জেলে মহাজন রফিকুল জানিয়েছেন ।গুরুতর আহত ৫ জেলেকে বুধবার বেলা সাড়ে তিনটায় শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এনে ভর্তি করা হয়েছে। আহত জেলেরা হচ্ছে, দেলোয়ার, কাওসার, আসাদ, নাজমুল ও মাসুম। এদের বাড়ি শরণখোলা উপজেলার উত্তর রাজাপুর গ্রামে।

পূর্ব সুন্দরবন বিভাগের শরণখোলা রেঞ্জ কর্মকর্তা (এ সি এফ) শেখ মাহবুব হাসান বলেন, বঙ্গোপসাগরের ফুসফুসের চরে দু,দল জেলেদের মধ্যে মারামারির খবর পেয়ে কটকা ফরেস্ট অফিসের বনরক্ষীরা ঘটনাস্থলে গিয়ে ফাঁকা গুলি করে জেলেদের ছাত্র ভঙ্গ করে দেয়।