১৯শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ || ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ || ১০ই জিলকদ, ১৪৪৫ হিজরি

তুরস্ক সফর করলেন হামাসের নেতা

আন্তর্জাতিক ডেস্ক , প্রকাশিত হয়েছে-

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় নৃশংসতা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। হাজার হাজার নারী ও শিশুকে হত্যা করেছে তারা। ইসরায়েলের এমন নির্মমতার বিরুদ্ধে বরাবরই সোচ্চার রয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। হামাসকে তিনি স্বাধীনতাকামী যোদ্ধা বলে অভিহিত করেছেন। এবার তুরস্ক সফর করলেন হামাসের রাজনৈতিক প্রধান ইসমাইল হানিয়া।

আনাদুলু এজেন্সির খবরে বলা হয়েছে, সম্প্রতি প্রতিনিধি দলসহ তুরস্ক সফর করা ইসমাইল হানিয়াকে স্বাগত জানান প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। দুই নেতার মধ্যে বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

হানিয়ার সঙ্গে বৈঠকে আলোচনার বিষয়গুলো নিয়ে বিবৃতি প্রকাশ করেছে তুরস্কের প্রেসিডেন্টের কার্যালয়। বিবৃতিতে বলা হয়, এরদোয়ান ও হামাস নেতা ফিলিস্তিনি ভূখণ্ড বিশেষ করে গাজায় ইসরায়েলের হামলা বন্ধ, গাজায় পর্যাপ্ত ও নিরবচ্ছিন্নভাবে মানবিক ত্রাণ সরবরাহ নিশ্চিত করতে কী করা দরকার এবং এ অঞ্চলে একটি সুষ্ঠু ও দীর্ঘস্থায়ী শান্তি প্রক্রিয়া নিয়ে কথা বলেছেন।

এরদোয়ান ফিলিস্তিনিদের ঐক্যবদ্ধভাবে কাজ করার গুরুত্বের ওপরও জোর দিয়েছেন। তিনি বলেন, ‘ইসরায়েলের বিরুদ্ধে সবচেয়ে শক্তিশালী প্রতিক্রিয়া এবং বিজয়ের পথ হলো ঐক্য ও অখণ্ডতার মধ্য দিয়ে যাওয়া।’

ইসরায়েলকে বর্জনের ক্রবর্ধমান আহ্বানের প্রক্রিয়ায় গত ৯ এপ্রিল তুরস্কের বাণিজ্য মন্ত্রণালয় ইসরায়েলে বেশ কয়েকটি পণ্যের ওপর রফতানি নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দেয়।

ফিলিস্তিনি স্বাস্থ্য কর্তৃপক্ষ জানিয়েছে, গত অক্টোবরে গাজায় যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত ৩৪ হাজারের বেশি মানুষ নিহত হয়েছে।