১৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ || ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ || ৯ই জিলকদ, ১৪৪৫ হিজরি

পুতিন ইউক্রেনীয়দের পরিচয় মুছে ফেলতে চেয়েছেন: বাইডেন

আন্তর্জাতিক ডেস্ক , প্রকাশিত হয়েছে-

 

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনীয়দের পরিচয় মুছে ফেলতে চেয়েছিলেন। মঙ্গলবার রাতে আইওয়াতে দেওয়া ভাষণে তিনি এ কথা বলেছেন।

বাইডেন অভিযোগ করেছেন, ইউক্রেনে রুশ বাহিনী যা করছে তা গণহত্যার শামিল। রাশিয়ার বাহিনীর বিরুদ্ধে গণহত্যা চালানোর প্রমাণ প্রতিদিন ভারী হচ্ছে।

তিনি বলেছেন, ‘ইউক্রেনে রুশরা যে ভয়ঙ্কর কাজ করেছে তার আরও প্রমাণ বেরিয়ে আসছে এবং আমরা কেবল ধ্বংসযজ্ঞ সম্পর্কে আরও এবং আরও জানতে যাচ্ছি। আমরা আইনজীবীদের আন্তর্জাতিকভাবে সিদ্ধান্ত নিতে দেব যে এটি মামলার যোগ্য কিনা, তবে এটি নিশ্চিতভাবে আমার কাছে সেরকম মনে হচ্ছে।’