প্যারিসে ইরানি কনস্যুলেটে ‘বিস্ফোরক’ নিয়ে প্রবেশ, গ্রেফতার ১


আন্তর্জাতিক ডেস্ক প্রকাশের সময় : এপ্রিল ১৯, ২০২৪, ৮:৪৪ অপরাহ্ণ / Print This Post Print This Post
প্যারিসে ইরানি কনস্যুলেটে ‘বিস্ফোরক’ নিয়ে প্রবেশ, গ্রেফতার ১

ফ্রান্সের রাজধানী প্যারিসে ইরানি কনস্যুলেটে ‘বিস্ফোরক’ নিয়ে প্রবেশ করে নিজেকে উড়িয়ে দেওয়ার হুমকি দেন এক ব্যক্তি। তাকে গ্রেফতার করেছে দেশটির পুলিশ। খবর রয়টার্স।

একটি পুলিশ সূত্র রয়টার্সকে জানায়, লোকটিকে স্থানীয় সময় সকাল ১১টায় (০৯.০০ জিএমটি) কনস্যুলেটে প্রবেশ করতে দেখা গেছে, যা একটি গ্রেনেড এবং একটি বিস্ফোরক ভেস্ট বলে মনে হচ্ছে।

সূত্রটি জানায়, পরে ওই ব্যক্তি কনস্যুলেট থেকে বেরিয়ে যান এবং তল্লাশি করা হলে তার কাছে কোনো বিস্ফোরক পাওয়া যায়নি।

লে প্যারিসিয়েন পত্রিকার প্রতিবেদনে বলা হয়, বেশ কয়েকজন প্রত্যক্ষদর্শীর মতে, লোকটি কনস্যুলেটের মেঝেতে পতাকা টেনে নিয়েছিল এবং বলছিল যে সে তার ভাইয়ের মৃত্যুর প্রতিশোধ নিতে চায়। ইরান ও ইসরায়েলের মধ্যে চলমান উত্তেজনার সঙ্গে এই ঘটনার কোনো যোগসূত্র আছে কি—না তা স্পষ্ট নয়।


আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০