২৮শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ || ১৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ || ১৮ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান আন্দোলন শুরু

আন্তর্জাতিক ডেস্ক , প্রকাশিত হয়েছে-

 

পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান আন্দোলন শুরু করতে যাচ্ছে নক্ষমতা থেকে বিদায়ের পর ।

এদিকে রোববার (১১ এপ্রিল) রাতে পাকিস্তানের সংবাদমাধ্যম ডন জানিয়েছে, ইমরান খানকে ক্ষমতাচ্যুত করার প্রতিবাদে দেশের বেশ কয়েকটি শহরে সমাবেশ করেছে জনসাধারণ।

ইতিমধ্যে এর প্রতিবাধে দেশটির করাচি, পেশওয়ার, মালাকান্দ, মুলতান, খানেওয়াল, ঝাং, কোয়েটা, ওকারা, ইসলামাবাদ, লাহোর, বাজাউর এবং এবোটাবাদে বিক্ষোভ হয়েছে।

এর আগে, এক টুইটে ইমরান খান বলেছেন, ‘শাসন পরিবর্তনের বিদেশি ষড়যন্ত্রের বিরুদ্ধে আজ আবার শুরু হচ্ছে স্বাধীনতা সংগ্রাম।’

সমর্থকদের উদ্দেশ্যে তিনি বলেন, “জনগণই সব সময় তাদের নিজের সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষা করে।”

আগের দিন পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) এর মুখপাত্র ফাওয়াদ চৌধুরী এশার নামাজের পরে বিক্ষোভ করার জন্য জনগণকে আহ্বান জানিয়েছিলেন।

শনিবার মধ্যরাতে প্রধানমন্ত্রী ইমরান খানের বিদায়ের মধ্য দিয়ে পাকিস্তানের ইতিহাসের নতুন এক অধ্যায় লেখা হয়েছে। দেশটিতে প্রথমবারের মতো কোনো প্রধানমন্ত্রীকে অনাস্থা ভোটের মাধ্যমে ক্ষমতা থেকে বিদায় জানানো হয়।