৬ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ || ২৩শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ || ২৬শে শাওয়াল, ১৪৪৫ হিজরি

যুবকদের কাণ্ড ২০ ডলারের সিনেমার দৃশ্যায়নে

আন্তর্জাতিক ডেস্ক , প্রকাশিত হয়েছে-

 

সিনেমা বানাতে ভালো যন্ত্রপাতির দরকার হয়। এগুলোর দামও অনেক; কিন্তু সিনেমা বানানোর আগ্রহ থাকলে এসব বিষয় যেন তুচ্ছ! তাই দামি যন্ত্রপাতির দিকে না গিয়ে সিনেমার দৃশ্যায়নে স্লিপার জুতা ও সস্তা ফোনের ক্যামেরা দিয়ে কাজ সারছেন কয়েকজন যুবক। এমনই একটি ভিডিও ঘুরছে সামাজিক যোগাযোগমাধ্যমে, যা নজর কেড়েছে নেটিজেনদের। টুইটারে পোস্ট করা এ ভিডিওর ক্যাপশনে লেখা হয়েছে, ‘যখন আপনার চলচ্চিত্রের বাজেট ২০ ডলার (২০০ টাকা)।’

ভিডিওতে দেখা যায়, একটি দৃশ্য শুরুর জন্য যুবকরা ব্যবহার করছে স্লিপার জুতা। একই সময় আরেক যুবক শুয়ে শুয়ে ভিডিও করছিল। তার পা আবার ধরে আছে অন্য এক যুবক, যে তাকে ধীরে ধীরে টানছে যার দৃশ্য শুট করা হচ্ছে তার সঙ্গে তাল মিলিয়ে।

ভিডিও পোস্ট করার পর থেকেই নানা মন্তব্য পড়েছে এর কমেন্টে। একজন লিখেছেন, এটি খুবই হাস্যকর। তারা যে সিনেমা বানিয়েছে আমি তা দেখতে চাই। অন্য একজন লিখেছেন, আমার মনে হয় এটি ভালোই হবে। তা ছাড়া আইফোনের সিনেম্যাটিক মুড আছে, যা ব্যবহারের মাধ্যমে এটি বড় বাজেটের সিনেমাই মনে হবে।

সূত্র: এনডিটিভি।