২৮শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ || ১৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ || ১৮ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

রাশিয়ার হাতে এখন পুরো মারিউপোল

আন্তর্জাতিক ডেস্ক , প্রকাশিত হয়েছে-

 

রাশিয়ার হাতে এখন পুরো মারিউপোল । রুশ সেনারা সেখানের সবগুলো অঞ্চল পুরোপুরি পরিস্কার করে ফেলেছে তবে অবরুদ্ধ দক্ষিণ বন্দরের একটি ইস্পাত কারখানার ভেতরে ইউক্রেনের যোদ্ধাদের একটি ছোট দল রয়ে গেছে। রোববার (১৭ এপ্রিল) আন্তর্জাতিক সংবাদসংস্থা আল-জাজিরা এ তথ্য জানিয়েছে।

প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র ইগোর কোনাসেনকোভ বলেন, মারিউপোলের সবগুলো এলাকা পরিস্কার করা হয়েছে। অবশিষ্ট থাকা ইউক্রেনীয় সেনারা আজভস্টালে ইস্পাত কারখানায় অবরুদ্ধ রয়েছে।

তিনি আরও বলেন, তাদের বেঁচে থাকার একমাত্র উপায় হলো স্বেচ্ছায় অস্ত্র ফেলে দেওয়া ও আত্মসমর্পণ করা।

কোনাসেনকোভ জানান, মারিউপোলকে শত্রু মুক্ত করার প্রক্রিয়ায় এ পর্যন্ত ১ হাজার ৪৬৪ জন ইউক্রেনের সেনা আত্মসমর্পণ করেছে।

এদিকে রাশিয়ার নিউজ এজেন্সি তাস জানিয়েছে, রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় ঘোষণা দিয়েছে যে মারিউপোলে যুদ্ধরত ইউক্রেনীয় বাহিনী যদি মস্কোর স্থানীয় সময় সকাল ৬টার মধ্যে তাদের অস্ত্র ফেলে দেয় শুধুমাত্র তাহলেই তাদের জীবন রক্ষা পেতে পারে।

এর আগে, ইউক্রেনের রাজধানী কিয়েভে নতুন করে হামলা শুরু করেছে রাশিয়া। স্থানীয় সময় শনিবার সকাল থেকে এই হামলা শুরু হয়।

ঢাকা/নাসিম