হিজবুল্লাহর হামলা রামাত ডেভিড ঘাঁটি ও কাবরি বসতিতে


আন্তর্জাতিক ডেস্ক প্রকাশের সময় : সেপ্টেম্বর ২৮, ২০২৪, ৮:৫৩ অপরাহ্ণ / Print This Post Print This Post
হিজবুল্লাহর হামলা রামাত ডেভিড ঘাঁটি ও কাবরি বসতিতে

 

হিজবুল্লাহ অত্যাধুনিক রকেট ফাদি-৩ দিয়ে ইসরায়েলের রামাত ডেভিড বিমানঘাঁটি এবং বিমানবন্দরসহ বেশ কয়েকটি লক্ষ্যবস্তুতে সিরিজ হামলা শুরু করেছে।

লেবাননে ইসলামিক প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ শনিবার (২৮ সেপ্টেম্বর) আরও জানিয়েছে, মধ্য ইসরায়েলে কাবরী এলাকায় ফাদি-১ রকেট দিয়ে হামলা করেছে। খবর আল-মায়াদিনের।

ইসরায়েলি মিডিয়া হাইফার উত্তর-পূর্বে এবং পূর্ব, পশ্চিম ও মধ্য আল জলিল এলাকা জুড়ে অসংখ্য বসতিতে সাইরেন বেজে যাওয়ার খবর জানিয়েছে।

ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে যে, তারা আল-জলিলের উপর লেবানন থেকে উৎক্ষেপণ করা ১০টি রকেট সনাক্ত করেছে এবং তাদের বাধা দেওয়ার জন্য ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করেছে।

এছাড়া অধিকৃত ফিলিস্তিনে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। কয়েক মিনিটের ব্যবধানে ইসরায়েলের শতাধিক শহর এবং বসতিতে সাইরেন বেজে উঠেছে, ১০ লাখেররও বেশি ইসরায়েলি বসতি স্থাপনকারী আশ্রয়কেন্দ্রে লুকিয়ে আছে।


আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০