৯ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ || ২৬শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ || ২৯শে শাওয়াল, ১৪৪৫ হিজরি

ইমরান হোসেনের দুটি কবিতা

শাহারুল ইসলাম সুজন , প্রকাশিত হয়েছে-

আকাশ ছোঁয়া স্বপ্ন

এই বৃষ্টি সেদিন আর আসবেনা,
তোমার চোখের কোণাতে নামবে ঝর্ণা,
তুমি অবাক হয়ে তাকিয়ে থাকবে
কিছুই বলার ভাষা খুঁজে পাবেনা।

সেইদিনগুলি যতটা গিয়েছ ভুলে
নতুনের ছিন্ন পাতায়,
আবার, তুমিই খুঁজবে সেইদিন
রেখে যাওয়া অযত্ন অবহেলায়।

হঠাত বদলে যাওয়া তোমারই আবার
চারদিকে ঘন কুয়াশার মত লাগবে,
আইলে আইলে ভেজা ঘাসের শিহরণে
লম্বা শাড়ির আঁচলে মুখখানা ঢাকবে।

ঠিক তখুনি, আকাশটা অভিমান করবে,
এই মাটিতে জায়গা দিবেনা আর,
তুমি ক্লান্ত হয়ে ফিরে আসবে
আর বলবে, এ ছিল আমার অহংকার!

তুমি গন্ধরাজের গন্ধ পাবেনা
পাবেনা কামিনী ফুলের সুভাস,
নিজেকে ভাববে অপরাধী আর
আমি হবো তুরুপের তাস।

সেদিন তুমি ভাগ্যরে বানাবে দোষী,
অপরাধ ছিল কত!
আমাকেই তুমি ভুল ভাব আজো
তুমিই হয়তো আকাশ ছোঁয়া স্বপ্ন!

পৃষ্ঠাটা ওল্টাও

হেরে গেছ? হেরে যাবে? এই যদি সংশয়
তবে পৃষ্ঠাটা উল্টাও।
টাকা নেই? দারিদ্র?
বিল গেইটসকে ভুলে গেছ?
তবে পিছু কেন ভয় পাও?
আরে পৃষ্ঠাটা উল্টাও।
তুমি মূর্খ? রোজ তুমি খোঁটা পাও?
আরে কেন এত টেনশন?
পৃষ্ঠাটা পাল্টাও।

অবহেলা? বিভ্রান্তি?
কিছুতেই যাচ্ছেনা ক্লান্তি?
মনেতে সাহস রাখো
যেভাবেই হোক, জবাব চাও
এবার পৃষ্ঠাটা উল্টাও।
কথাতে আঘাত পাও?
নিশ্চুপ রয়ে যাও?
তাও বুকে বেঁধে রাখ পাথর?
কাজেতে জবাব দাও
পৃষ্ঠাটা ওল্টাও।

যে পৃষ্ঠা জুড়ে শুধু কষ্টের রচনা
সেই পৃষ্ঠা তুমি পড়োনা
পরের পৃষ্ঠাতেই বধ হবে অসুর
এখুনি সময় জীবন বাঁচাতে
পৃষ্ঠাটা উল্টানোর।

SK24/SMK/DESK