১লা মে, ২০২৪ খ্রিস্টাব্দ || ১৮ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ || ২১শে শাওয়াল, ১৪৪৫ হিজরি

দশমিনায় জরিমানা

দশমিনা (পটুয়াখালী) প্রতিনিধি: , প্রকাশিত হয়েছে-

 

 

পটুয়াখালী দশমিনা উপজেলায় ভ্রাম্যমান আদালতের মাধ্যমে জরিমানা করা হয়।

বুধবার বিকেলে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মহিউদ্দিন আল হেলাল ভ্রাম্যমান আদালতের মাধ্যমে এ অভিযান পরিচালনা করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃমহিউদ্দিন আল হেলাল বলেন, মাহেরমজান ও ঈদকে সামনে রেখে বাজারে দ্রব্যমূল্য মনিটরিং সহ দেকানে তালিকা না থাকায়, ওজনে কম দেয়া, মেয়াদোত্তীর্ণ বিক্রয় করার অপরাধে বিভিন্ন দোকানে অভিযান চালিয়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন২০০৯ মোতাবেক ভ্রাম্যমান আালত এর মাধ্যমে ২০হাজার টাকা জরিমানা করা হয়। তিনি আরো বলেন এ কার্যক্রম অব্যহত থাকবে।

এ সময় আরো উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ জাফর আহমেদ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃরবিউল হাসান, দশমিনা তানার উপ-পুলিশ পরিদর্শক (এসআই) মমিন সহ সঙ্গীয় ফোর্স।