১৯শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ || ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ || ১০ই জিলকদ, ১৪৪৫ হিজরি

পায়রা বন্দর এলাকা থকেে মাদক মামলার পলাতক আসামী গ্রেফতার

নিজস্ব সংবাদদাতা , প্রকাশিত হয়েছে-

 

র‌্যাব-৮, সিপিসি-১ (পটুয়াখালী ক্যাম্প) এর একটি বিশেষ আভিযানিক দল ২০/০৫/২০২৩ইং তারিখে পটুয়াখালী জেলার কলাপাড়া থানাধীন পায়রা বন্দর এলাকায় অভিযান পরিচালনা করেন।

অভিযান পরিচালনাকালে আনুমানিক ১৪:৫০ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, পটুয়াখালী জেলার কলাপাড়া থানাধীন পায়রা বন্দর এলাকায় জিআর নং-১২/২০১৮, ধারা-১৯৯০ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ১৯(১) এর টেবিল ৯(ক) এর ০১(এক) বছরের সাঁজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী অবস্থান করছে। প্রাপ্ত সংবাদের ভিত্তিতে র‌্যাবের আভিযানিক দল কোম্পানী অধিনায়ক সিনিয়র সহকারী পুলিশ সুপার জনাব তুহিন রেজা এর নেতৃত্বে আনুমানিক ১৫:১২ ঘটিকায় উক্ত স্থানে উপস্থিত হলে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে দৌড়ে পালানোর চেষ্টাকালে ঘেরাও পূর্বক ০১ জন ব্যক্তিকে গ্রেফতার করেন।

গ্রেফতারকৃত আসামীকে জিজ্ঞাসাবাদে তার নাম মোঃ জলিল সিকদার(৪৭), পিতা- মৃত মোসলেম আলী সিকদার, সাং-শ্রীরামপুর, ০৩ নং ওয়ার্ড, থানা-দুমকী, জেলা-পটুয়াখালী বলে জানায়। গ্রেফতারকৃত আসামী স্বীকার করে যে, পটুয়াখালী জেলার দুমকী থানার জিআর নং-১২/২০১৮, ধারা- ১৯৯০ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ১৯(১) এর টেবিল ৯(ক) এর ০১(এক) বছরের সাঁজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী। গ্রেফতারকৃত আসামীকে পটুয়াখালী জেলার দুমকী থানায় জিআর নং-১২/২০১৮, ধারা-১৯৯০ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ১৯(১) এর টেবিল ৯(ক) মূলে হস্তান্তর করা হয়।