৩০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ || ১৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ || ২০শে শাওয়াল, ১৪৪৫ হিজরি

সাড়ে তিন কোটি টাকা মূল্যের একটি তক্ষক উদ্ধার!

হায়াতুজ্জামান মিরাজ, আমতলী (বরগুনা) প্রতিনিধি। , প্রকাশিত হয়েছে-

 

 

বরগুনা তালতলী উপজেলার সোনাকাটা ফাতরান বন থেকে সারে তিন কোটি টাকা মূল্যের একটি তক্ষক উদ্ধার করেছে কোস্টগার্ড।

আজ সোমবার (২৭ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭ টার দিকে ১৩ ইঞ্চি লম্বা ও ২০১ গ্রাম ওজনের ওই তক্ষকটি উদ্ধার করা হয়। তক্ষকটির বাজার মূল্য প্রায় সারে তিন কোটি টাকা।

কোস্টগার্ড দক্ষিণ জোন ছকিনা স্টেশনের পেটি অফিসার মোকসেদুর রহমান জানান, নিয়মিত টহল পরিচালনা সময়ে সোনাকাটা ফাতরার বনের মধ্য এক ব্যক্তিকে প্লাস্টিকের ব্যাগ হাতে সন্দেহজনক ভাবে ঘোরাঘুরি করতে দেখা যায়। পরে ওই ব্যক্তিকে টহল সদস্যরা কাছে ডেকে কথা বলতে চাইলে সে তার কাছে থাকা ব্যাগটি ফেলে পালিয়ে যায়। পরে ফেলে যাওয়া ব্যাগটি তল্লাশি করে একটি জীবন্ত তক্ষক উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত তক্ষকটিকে বন বিভাগ ও উপজেলা নিবার্হী অফিসারের মাধ্যমে সংরক্ষিত বনাঞ্চলে অবমুক্ত করা হয়েছে।