১৯শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ || ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ || ১০ই জিলকদ, ১৪৪৫ হিজরি

অবশেষে আসলেন, শোনালেন আক্ষেপের কথা: ইশান্ত

ক্রিড়া ডেস্ক , প্রকাশিত হয়েছে-

 

ভারতের জার্সিতে ইশান্ত শর্মার ১০৫ টেস্টে ৩১১ উইকেট, ওয়ানডেতে ৮০ ম্যাচে ১১৫ ও ১৪ টি-টোয়েন্টিতে ৮ উইকেট রেকর্ড চোখে পড়ার মতোই। আনুষ্ঠানিকভাবে অবসরের ঘোষণা না দিলে ভারতের পেসার ইতোমধ্যে সাবেকের তালিকায় চলে গেছেন। বহুদিন যেমন দলে নেই তেমনি সংবাদের শিরোনামেও ছিলেন না। অবশেষে আসলেন, শোনালেন আক্ষেপের কথা। ইশান্ত জানিয়েছেন, তার জীবনে এমন একটি সময় গিয়েছিল যখন তিনি হবু স্ত্রীর কাছে কান্না করতেন।

২০১৩ সালের ঘটনা। মোহালি টেস্টে অস্ট্রেলিয়ার বিপক্ষে এক ওভারে ৩০ রান খেয়েছিলেন ইশান্ত। সেই দুঃসময় এখনও তাকে তাড়িয়ে বেড়ায়। সম্প্রতি ইশান্ত বলেছেন, জীবনের সবচেয়ে কঠিন মুহূর্ত ছিল মোহালি টেস্ট। জানি না, এর চেয়ে খারপ মুহূর্ত কখনও এসেছে কি না! আমার জন্যই দল হেরেছিল। তখন আমার হবু বউকে ফোন করে কাঁদতাম। প্রায় এমন হতো। প্রায় এক মাস আমার সঙ্গে এমন ঘটেছিল।’