২১শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ || ৭ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ || ১২ই জিলকদ, ১৪৪৫ হিজরি

আমরা এখনো জেতার কথা চিন্তা করেই খেলছি : ডেভিড হেম্প

স্পোর্টস ডেস্ক , প্রকাশিত হয়েছে-

চট্টগ্রাম টেস্টে নিজেদের প্রথম ইনিংসে ৫৩১ রানে অলআউট হয়েছে শ্রীলঙ্কা। জবাবে ব্যাট করতে নেমে ১ উইকেট হারিয়ে ৫৫ সংগ্রহ করে দ্বিতীয় দিনের খেলা শেষ করেছে বাংলাদেশ। ৪৭৬ রানে পিছিয়ে আছে নাজমুল হাসান শান্তর দল। এমন পরিস্থিতি থেকে ম্যাচ জেতা বেশ কঠিন হওয়ার বাংলাদেশের জন্য। এরপরও জয়ের আশা দেখছেন টাইগার ব্যাটিং কোচ ডেভিড হেম্প।

সংবাদ সম্মেলনে এসে তিনি বলেন, ‘আমরা এখনো জেতার কথা চিন্তা করেই খেলছি। শুনতে হয়তো অদ্ভুত লাগছে। কারণ, আমরা ৪৮০ রানে (আসলে ৪৭৬) পিছিয়ে আছি। তবে আপাতত আমাদের আগামীকালের দিনটা পার করতে হবে। যদি তা করতে পারি, আমরা পরের দিনটাও সামলে নেব। যদি তা করতে পারি, তাহলে যেকোনো কিছুই হতে পারে। প্রথমত, আমাদের আগামীকালের তিন সেশন জিততে হবে।’

তবে তৃতীয় দিনের সকালে বাংলাদেশের ব্যাটারদের বড় চ্যালেঞ্জ দেখছেন হেম্প, ‘নতুন বল সব সময় হুমকির। ছেলেরা এ নিয়ে যথেষ্ট অনুশীলন করছে। কী ভালো সিদ্ধান্ত নিচ্ছি? রান করার সুযোগগুলো নিতে পারছি? পা সামনে বা পেছনে যাচ্ছে তো? উইকেট অনুযায়ী ব্যাটিং করতে পারছি? খেলাটা সব সময়ই বদলাচ্ছে। আমাদের নিজেদের পারফরম্যান্সে সততার সঙ্গে দৃষ্টি দিতে হবে এবং খেলাটাকে সামনে এগিয়ে নিতে হবে।’

শান্ত-জাকির থেকে ভালো কিছুর প্রত্যাশা নিয়ে হেম্প বলেন, ‘ওরা ভালো খেলোয়াড়। এখন তাদের ভালো সিদ্ধান্ত নিতে হবে, কোন বলটা মারতে হবে, কোনটা থামাতে হবে, তা দেখতে হবে। ভালো দলের ব্যাটসম্যানরা ব্যাটিংয়ের সময় ভালো সিদ্ধান্ত নেয় এবং সেটা লম্বা সময় ধরে নেয়। আপনাকে বোলারের ওপর চাপ সৃষ্টি করতে হবে।’

এদিকে বাজে ফিল্ডিংয়ে চাপে ফেলেছে বাংলাদেশকে। হেম্পেরও তা না মেনে উপায় নেই, ‘আমরা এটা অস্বীকার করতে পারব না। এটা (ক্যাচ হাতছাড়া) তো হয়েছেই। এটা নিয়ে আমরা কাজ করছি। কেউই তো ক্যাচ ছাড়তে চায় না। বোলাররা কঠোর পরিশ্রম করে সুযোগ সৃষ্টি করছে। আপনাকে সে সুযোগগুলো নিতে হবে।’