১৭ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ || ৩রা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ || ৮ই জিলকদ, ১৪৪৫ হিজরি

আমি রিয়াল ছাড়ার সময় কেঁদেছিলেন আনচেলত্তি

স্পোর্টস ডেস্ক , প্রকাশিত হয়েছে-

 

ব্রাজিলিয়ান তারকা মিডফিল্ডার কাসেমিরো। ক্লাব ক্যারিয়ারে লম্বা একটা সময় তিনি কাটিয়েছেন রিয়াল মাদ্রিদে। স্প্যানিশ জায়ান্টদের হয়ে লা-লিগা, চ্যাম্পিয়ন্স লিগ সহ আরও অনেক শিরোপাই জিতেছেন তিনি। রিয়ালে সফল ক্যারিয়ার শেষে ২০২২ সালে ম্যানচেস্টার ইউনাইটেডে পাড়ি জমান তিনি। সম্প্রতি ম্যানচেস্টার সিটির বিপক্ষে কোয়ার্টার ফাইনালে রিয়ালের জয়ের পর তিনি কথা বলেছেন তাঁর ক্লাব ছাড়ার ব্যাপারে।

স্পেনের একটি গণমাধ্যমে দেয়া সাক্ষাৎকারে ক্যাসেমিরো জানিয়েছেন যে তিনি যখন ক্লাব ছাড়েন তখন কেঁদেছেন লস ব্লাঙ্কোসদের কোচ কার্লো আনচেলত্তি। এমনকি তাঁকে ক্লাব ছাড়তে নিষেধও করেছিলেন ইতালিয়ান এই কোচ।

ক্যাসেমিরো বলেন, ‘আমি আনচেলত্তির সঙ্গে কথা বলতে গিয়েছিলাম। তার অফিসে গিয়েছিলাম এবং সে ইতিমধ্যেই বিষয়টি জানতো। আমি দরজা খুললাম এবং যখন তার দিকে ঘুরে তাকালাম, দেখলাম আনচেলত্তি কাঁদছিলেন। আমি তাকে বলেছি, আপনি কাঁদতে পারেন না। অন্য কেউ কাঁদতে পারে কিন্তু আপনি কাঁদতে পারেন না।’

ক্যাসেমিরো আরও বলেন, ‘তিনি বলেছিলেন, ‘কারণ, আমি কেন কাঁদছি জানি না। তবে আমি তোমাকে খুব পছন্দ করি এবং আমি চাই না তুমি চলে যাও’।’

আনচেলত্তির কথায় রিয়াল ছাড়ার ব্যাপারে কিছুটা দ্বিধান্বিত হয়েছিলেন ক্যাসেমিরো। তবে ম্যানইউয়ের সঙ্গে সবকিছু ঠিকঠাক হয়ে যাওয়ায় শেষ পর্যন্ত ঠিকানা বদলাতেই হয়েছে তাঁকে।

ক্যাসেমিরো বলেন, ‘সেই মুহূর্তে (মনে হয়) আমি বুঝতে পেরেছি, এখানে কত মানুষ আমাকে ভালোবাসে। কিন্তু আমি আগেই আমার কথা দিয়ে ফেলেছিলাম। আমার কথা অন্য যেকোনো কিছুর চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।’

ব্রাজিলিয়ান এই তারকা মিডফিল্ডার রিয়ালের হয়ে খেলেছেন নয় বছর। এই সময়ে ৩৩৬ ম্যাচে ৩১ গোল করেন তিনি। ক্লাবটির হয়ে তিনটি লা লিগা, পাঁচটি চ্যাম্পিয়নস লিগসহ আরও অনেক শিরোপা জিতেন তিনি।