আর্জেন্টিনার দল ঘোষণা আলভারেস-ওতামেন্দিকে নিয়ে


স্পোর্টস ডেস্ক প্রকাশের সময় : জুলাই ৩, ২০২৪, ১০:৫৯ অপরাহ্ণ / Print This Post Print This Post
আর্জেন্টিনার দল ঘোষণা আলভারেস-ওতামেন্দিকে নিয়ে

 

আর্জেন্টিনা ২০০৮ সালে বেইজিং অলিম্পিকে ফুটবলে স্বর্ণপদক জিতেছিল । আলবিসেলেস্তেদের এই পদকজয়ের পেছনে গুরুত্বপূর্ণ অবদান রেখেছিলেন লিওনেল মেসি। ফের স্বর্ণজয়ের মিশনে আসন্ন প্যারিস অলিম্পিকে আর্জেন্টিনার দলে মেসিকে চেয়েছিলেন কোচ হাভিয়ের মাশ্চেরানো। তবে ফুটবল জাদুকর আগেই আভাস দিয়েছিলেন যে অলিম্পিকে খেলা হবে না তাঁর। অবশেষে তাই সত্যি হয়েছে।

আসন্ন প্যারিস অলিম্পিকের জন্য ১৮ সদস্যের দল ঘোষণা করেছে আর্জেন্টিনা। স্বর্ণজয়ের মিশনে মেসিকে না পেলেও জুলিয়ান আলভারেজ এবং নিকোলাস ওতামেন্দিকে দলে পাচ্ছেন কোচ ম্যাশ্চেরানো। অলিম্পিকের জন্য ঘোষিত দলে আলভারেজ-ওতামেন্দিসহ আছেন জাতীয় দলের খেলা তিন ফুটবলার।

অলিম্পিকে ফুটবলে মূলত অনূর্ধ-২৩ দলের টুর্নামেন্ট। তবে নিয়ামানুযায়ী সব দলই ২৩ বছরের বেশি বয়সী তিন জন ফুটবলারকে দলে নিতে পারে। সেই সুযোগেই আর্জেন্টিনার হয়ে স্বর্ণপদক জয়ের মিশনে নামবেন আলভারেজ-ওতামেন্দিরা- এ দুজনের সঙ্গে আরও থাকবেন গোলরক্ষক জিরোনোমা রুল্লি।

আর্জেন্টিনার অলিম্পিক দল

গোলরক্ষক: লিয়ান্দ্রো ব্রেই, জিরোনোমা রুল্লি

ডিফেন্ডার: মার্কো ডি সিজার, হুলিও সোলার, জোয়াকিন গার্সিয়া, গনজালো লুজান, ব্রুনো অ্যামিওনে, নিকোলাস ওতামেন্ডি

মিডফিল্ড: ইজিকুয়েল ফার্নান্দেজ, সান্তিয়াগো হেজে, ক্রিশ্চিয়ান মেদিনা, কেভিন জেনন

ফরোয়ার্ড: গুইলিয়ানো সিমিওনে, লুসিয়ানো গুন্ডো, থিয়াগো আলমাদা, ক্লদিও এচেভেরি, হুলিয়ান আলভারেজ, লুকাস বেল্ট্রান।

বিকল্প: অ্যারন কুইরোজ, ফেডেরিকো রডোন্ডো, ফ্যাব্রিজিও ল্যাকোভিচ, হুয়ান নারদোনি।


আর্কাইভ

সোম মঙ্গল বু বৃহ শুক্র শনি রবি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১