বিসিবি কোটি টাকা ও খাবার দিচ্ছে বন্যার্তদের জন্য


স্পোর্টস ডেস্ক প্রকাশের সময় : আগস্ট ২৪, ২০২৪, ১০:২৯ অপরাহ্ণ / Print This Post Print This Post
বিসিবি কোটি টাকা ও খাবার দিচ্ছে বন্যার্তদের জন্য

 

ভয়াবহ বন্যায় ফেনী, নোয়াখালী, কুমিল্লা ও খাগড়াছড়ি জেলায় আক্রান্ত হয়েছেন লাখো মানুষ। এখনও পানিবন্দি অবস্থায় আছেন তারা। এমন পরিস্থিতিতে বিভিন্ন পর্যায়ের মানুষ ও সংগঠন বন্যার্ত মানুষের জন্য এগিয়ে আসছে। এবার বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) থেকে বন্যার্তদের জন্য এগিয়ে আসার ঘোষণা দেওয়া হয়েছে। দেশে চলমান ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে সেনাবাহিনীর মাধ্যমে ত্রাণ পাঠাচ্ছে বিসিবি।

আজ ১ কোটি টাকা দিয়ে বন্যার্তদের পাশে থাকার ঘোষণা দিয়েছেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ। মিরপুরে বোর্ড প্রেসিডেন্ট ফারুক আহমেদ বলেন, ‘এই অ্যামাউন্টটা এখন পর্যন্ত চিন্তা করেছি, এর বাইরে আমরা সব সময়ই সাহায্য করতে চাই। শুরুতে ১ কোটি টাকা দেওয়ার পরিকল্পনা করেছি।’

আরও আর্থিক সহায়তার কথা ভেবে রেখেছে বিসিবি। বোর্ড প্রধান বলেছেন, ‘এত বড় বন্যা এসেছে, যার জন্য সবাই খুবই দুঃখিত। বন্যার পরিস্থিতি খুবই ভয়াবহ। বাংলাদেশ ক্রিকেট বোর্ড সব সময়ের মতোই এবারও বন্যার্তদের পাশে দাঁড়াবে। সেনাবাহিনীর মাধ্যমে ত্রাণ পাঠাচ্ছি আমরা। এরপর একটা ফান্ড আছে প্রধান উপদেষ্টার (দুর্যোগ ও ত্রাণ তহবিল)। ওখানে আমরা একটা নগদ টাকা দেওয়ার চিন্তা ভাবনা করছি।’

বিসিবির পাঠানো ব্যাগে থাকছে শুকনো খাবার। চিড়া, মুড়ি, গুড়, বিস্কুটের পাশাপাশি রাখা হয়েছে মোমবাতি, লাইট ও স্যালাইন। এছাড়া প্রধান উপদেষ্টার (দুর্যোগ ও ত্রাণ তহবিল) ফান্ডে নগদ টাকা দেওয়ার কথা ভাবছে বিসিবি। তবে এখানেই থামছে না বলেও জানান বিসিবির নব্য এই সভাপতি। তিনি আরও জানান, বন্যার পানি কমে গেলে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন ব্যবস্থাতেও বিসিবি কাজ করবে।


আর্কাইভ

সোম মঙ্গল বু বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০৩১