৩০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ || ১৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ || ২০শে শাওয়াল, ১৪৪৫ হিজরি

আমতলীতে এই প্রথম একই সাথে তিন পুত্র সন্তানের জন্ম দিলেন এক গৃহবধূ

হায়াতুজ্জামান মিরাজ, আমতলী (বরগুনা) প্রতিনিধি। , প্রকাশিত হয়েছে-

 

বরগুনার আমতলী উপজেলার আঠারোগাছিয়া ইউনিয়নের শাখারিয়া (ধর্মনারায়ণ) গ্রামের হতদরিদ্র পারভীন বেগম একই সাথে তিনটি পুত্র সন্তানের জন্ম দিয়েছেন। অপ্রাপ্ত বয়স্ক শিশু পুত্র তিনটিকে পটুয়াখালীর মেডিকেল কলেজ হাসপাতালের স্কানু (নিবির পর্যবেক্ষণ কেন্দ্র) চিকিৎসাধীন রয়েছে। মা পারভীন বেগম বেসরকারী আব্দুল্লাহ ক্লিনিকে চিকিৎসাধীন। আমতলীতে এই প্রথম কোন মা একই সাথে তিনটি পুত্র সন্তানের জন্ম দিলেন।

বর্তমানে মা ও শিশু তিনটি জীবন মৃত্যুর সন্দিক্ষণে। মা ও শিশুদের বাঁচাতে হলে উন্নত চিকিৎসার প্রয়োজন। হতদরিদ পরিবারের পক্ষে উন্নত চিকিৎসা করানো খুবই কষ্টসাধ্য।

ইট ভাঁটার শ্রমিক বাবা জাকির হোসেন জানান, মোর লগে কোনো টাহা পয়সা নাই। মুই কি দিয়া চার জনের চিকিৎসা হরমু। মোরে সবাই একটু সাহায্য হরেন নইলে মুই মোর পোলা তিনডারে বাঁচাইতে পারমু না।

গাইনি বিশেষজ্ঞ ডাঃ মোঃ আনোয়ার হোসেন মুঠোফোনে বলেন, সিজারের মাধ্যমে ওই নারী তিনটি অপ্রাপ্ত বয়স্ক পুত্র শিশুর জন্ম দিয়েছেন। বর্তমানে ওই শিশু পুত্র তিনটিকে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের স্কানুতে (নিবির পর্যবেক্ষণ কেন্দ্র) পাঠানো হয়েছে। বাচ্ছাদের বাঁচাতে হলে তাদের উন্নত চিকিৎসা প্রয়োজন।