৯ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ || ২৬শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ || ২৯শে শাওয়াল, ১৪৪৫ হিজরি

অবশেষে প্রিয়াংকা চোপড়া জানালেন বলিউড ছাড়ার কারণ

বিনেদন ডেস্ক , প্রকাশিত হয়েছে-

 

ভারতীয় তারকাদের মধ্যে বলিউড ছেড়ে হলিউডে গিয়ে সফল ক্যারিয়ার গড়ে তোলার ক্ষেত্রে সফল প্রিয়াংকা চোপড়ার সবার থেকে এগিয়ে। তবে তিনি ইচ্ছে করে নয়, অনেকটা বাধ্য হয়ে হলিউডে পাড়ি জমিয়েছিলেন বলে প্রথমবারের মতো গণমাধ্যমকে জানিয়েছেন প্রিয়াংকা।

হিন্দি সিনেমায় সফল ক্যারিয়ার গড়ে তোলার পর প্রিয়াংকা চোপড়া ২০১২ সালে ‘ইন মাই সিটি’ শিরোনামে একটি একক গানের ভিডিও হলিউডের মিউজিক শিল্পে আত্মপ্রকাশ করেন। যদিও অনেকে ধরে নিয়েছিলেন যে হলিউডে তিনি সেই মাত্রায় সফল হতে পারবেন না।

তবে সব সমালোচনাকে ভুল প্রমাণ করে হলিউডে সফল হয়েছেন। ‘কোয়ান্টিকো’ নামে টিভি সিরিজে মূখ্য ভূমিকায় অভিনয় করে প্রিয়াংকা চোপড়া আমেরিকায় ব্যাপক জনপ্রিয়তা লাভ করেছেন। পাশাপশি তার গানের ভিডিওগুলো শ্রোতা ও দর্শকদের মন জয় করেছে।

তবে এসব কিছু খুব সহজে হয়নি। একটি নতুন পডকাস্ট অনুষ্ঠানে তিনি প্রথমবারের মতো জানিয়েছেন, হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রির রাজনীতিতে ক্লান্ত হয়ে পড়ায় তিনি তার দেশ ছেড়ে আমেরিকায় চলে আসতে বাধ্য হয়েছিলেন।

প্রিয়াংকা চোপড়া বলেন, আমাকে বলিউডে কোনঠাসা করে ফেলা হয়েচিলো। আমার কাছের লোকরাই আমাকে সুযোগ দেয়নি। এনিয়ে তাদের সঙ্গে আমার মনমালিন্য হয়েছিলো। তাদের কূটচালের বিরুদ্ধে আমি লড়াই করতে পারিনি। বলিউডের রাজনীতিতে আমি ক্লান্ত ছিলাম।

তিনি আরও বলেন, আমার কেরিয়ার নষ্ট করতে উঠে পড়ে লেগেছিল ওরা। আমার কাজ নিয়ে নিচ্ছিলো। শুধু ছবি থেকে বাদ দিয়ে দেওয়াই নয়, আমায় যাতে না নেওয়া হয় সেই ব্যবস্থাও করছিল অনবরত। এসব নোংরা রাজনীতিতে আমি ক্লান্ত হয়ে পড়ি।

তিনি জানান, যখন আমি মনে মনে সরে দাঁড়ানোর কথা ভাবছিলাম, তখনই তার বর্তমান ম্যানেজার আনজুলা আচরিয়া তার কাছে আসেন এবং হলিউড মিউজিক শিল্পে কাজ করার প্রস্তাব দেন। তিনি সঙ্গে সঙ্গে সেই প্রস্তাব লুফে নিয়েছিলেন।

প্রিয়াংকা বলেন, এই প্রস্তাবটি আমাকে বলিউডের বাইরে অন্য কোন দুনিয়াতে কাজ করার সুযোগ তৈরি করে দেয়। আমি এমন একটি জগত চাইছিলাম যেখানে একেবারে ভিন্ন চরিত্র ও স্বভাবে লোকজনের সঙ্গে কাজ করতে হবে। আমি ওই জগতে আর ফিরতে চাই না।

প্রিয়াংকার মতো প্রথমসারির অভিনেত্রীর এমন অভিযোগে তোলপাড় বলিউড পাড়ায়। এনিয়ে বিস্ফোরক মন্তব্য করে বসেছেন কঙ্গনা রানাওয়াত। তিনি জানান, করণ জোহরের সঙ্গে ঝামেলা চলছিলো প্রিয়াংকার। নেপথ্যে শাহরুখ খান ও প্রিয়াংকার ‘না হওয়া প্রেম’।

আমেনিকায় এরিমধ্যে জায়গা করে নিয়েছেন প্রিয়াঙ্কা। রুশো ভাইয়ের ‘সিটাডেল’-এ তাঁকে দেখা গেছে। ২৮ এপ্রিল থেকে অ্যামাজন প্রাইমে তা দেখা যাবে। দেশেও থাকেন না তিনি। স্বামী নিক জোনাসের সঙ্গে তাঁর দিন কাটে মার্কিন মুলুকেই। তবে প্রিয়াঙ্কার মনের কোনায় যে জমে রয়েছে ক্ষোভ, জমে রয়েছে একরাশ অভিমান, এতদিন তা ছিলো সবার কাছে অজানাই।