৯ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ || ২৬শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ || ২৯শে শাওয়াল, ১৪৪৫ হিজরি

আজ অমির ‘ফিমেল ৪’-এর ভাগ্য নির্ধারণ হবে

বিনোদন প্রতিবেদক , প্রকাশিত হয়েছে-

 

নির্মাতা কাজল আরেফিন অমির যে কাজগুলোর জন্য তীর্থের কাকের মতো তাকিয়ে থাকেন দর্শক সেগুলোর একটি একটি ‘ফিমেল। এরইমধ্যে এ ফ্র্যাঞ্চাইজির তিনটি নাটক পেয়েছে তুমুল জনপ্রিয়তা। দর্শক অপেক্ষায় ‘ফিমেল ৪ এর জন্য। সে আগুনে ঘি ঢেলে দিলেন অমি নিজেই।

আজ বৃহস্পতিবার নিজের ফেসবুকে একটি সংকেতিক স্ট্যাটাস দিয়েছে। সেখানে ‘f’ লিখে লিপস্টিক মাখা নারী ঠোটের ইমোজি দিয়েছেন। এরপর ‘4’ লিখেছেন। সমান চিহ্ন দিয়ে ‘What’ লিখে প্রশ্ন ছুড়ে দিয়েছেন নেটিজেনদের উদ্দেশে।

এদিকে অমির প্রশ্ন করতে দেরি নেটাগরিকদের উত্তর দিতে দেরি নেই। মুহূর্তে মুহুর্মুহু মন্তব্যে ভরিয়ে দিয়েছেন তারা। তিনি যে ‘ফিমেল ৪’ এর কথা বলছেন সেটি বুঝে নিয়েছেন সবাই। তবে কী এবার ‘ফিমেল ফ্র্যাঞ্চাইজির চতুর্থ পর্ব আসছে? জানতে যোগাযোগ করা তার সঙ্গে।

ঢাকা মেইলকে অমি বলেন, ‘আমার মাত্রই মাথায় এলো কিছু করা যায় কী না। এই চরিত্রগুলোকে সবাই মনে রেখেছেন কি না। ওই জায়গা থেকে দর্শকের প্রতিক্রিয়া জানতে স্ট্যাটাসটি দিয়েছি। এর বাইরে কিছুই না। তবে নাটকটি আসবে কী না সেটা দর্শকের প্রতিক্রিয়ার ওপর নির্ভর করছে।’

প্রতিক্রিয়া অনেক পাচ্ছেন। এ নিয়ে আপনার প্রতিক্রিয়া কী জবাবে জানালেন আজকের দিনের ওপর নির্ভর করছে ‘ফিমেল ৪’ এর ভাগ্য। তিনি বলেন, ‘‘দর্শক রিয়্যাকশনের ওপর নির্ভর করছে ‘ফিমেল ৪’-এর ভবিষ্যৎ। আজকের দিন সময়। দর্শক রিয়্যাকশন যদি বাড়ে তাহলেই এটা নিয়ে ভাবব।’’

ফিমেলে’র গুরুত্বপূর্ণ একটি চরিত্র লাবু কমিশনার। গল্পের সবচেয়ে ক্ষতিগ্রস্ত চরিত্র এটি। এরইমধ্যে তার শরীরের গুরুত্বপূর্ণ অঙ্গগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে। লাবু কমিশনারের আর কত ক্ষতি করবেন জানতে চাইলে অমি হাসতে হাসতে বলেন, ‘এখনও বলতে পারছি না লাবু কমিশনারের আর কত ক্ষতি হবে। দেখা যাক এবার সে আর কী হারায়।’

গত কোরবানি ঈদে মুক্তি পায় ‘ফিমেল ৩’। এই ফ্র্যাঞ্চাইজিতে অভিনয় করেছেন জিয়াউল হক পলাশ, চাষী আলম, শরাফ আহমেদ জীবন, শিমুল শর্মা, পাভেল, মিশু সাব্বির, সুমন পাটোয়ারী, মারজুক রাসেলসহ অনেকে।