২০শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ || ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ || ১১ই জিলকদ, ১৪৪৫ হিজরি

সংগীতশিল্পী সাদী মোহাম্মদ আর নেই

বিনোদন প্রতিবেদক , প্রকাশিত হয়েছে-

 

কিংবদন্তি রবীন্দ্র সংগীতশিল্পী সাদী মোহাম্মদ আর নেই। আজ বুধবার রাতে তিনি মারা যান। ধারণা করা হচ্ছে তিনি স্বেচ্ছামৃত্যুর পথ বেছে নিয়েছেন। তবে বিষয়টি এখনো নিশ্চিত হওয়া যায়নি।

সংবাদমাধ্যমকে সাদী মোহাম্মদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন নৃত্যশিল্পী ও শিল্পীর পারিবারিক বন্ধু শামীম আরা নীপা।

নীপা বলেন, আমরা খবর পেয়ে মাত্র বাসায় এসেছি। পরে বিস্তারিত জানাতে পারব।

উইকিপিডিয়ার তথ্য অনুযায়ী, সাদী মোহাম্মদ রবীন্দ্রসঙ্গীতের ওপরে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেছেন। ২০০৭ সালে ‘আমাকে খুঁজে পাবে ভোরের শিশিরে’ অ্যালবামের মাধ্যমে তিনি সুরকার হিসেবে আত্মপ্রকাশ করেন। ২০০৯ সালে তার ‘শ্রাবণ আকাশে’ ও ২০১২ সালে তার ‘সার্থক জনম আমার’ অ্যালবাম প্রকাশিত হয়। এছাড়াও তিনি সাংস্কৃতিক সংগঠন রবিরাগের পরিচালক হিসেবে কর্মরত ছিলেন।

২০১২ সালে তাকে আজীবন সম্মাননা পুরস্কার প্রদান করে চ্যানেল আই। ২০১৫ সালে বাংলা একাডেমি তাকে রবীন্দ্র পুরস্কার প্রদান করে।

১৯৭১ সালে স্বাধীনতাবিরোধী শক্তি তার বাবা সলিমউল্লাহকে হত্যা করে। তার বাবার নামে ঢাকার মোহাম্মদপুরের সলিমউল্লাহ রোডের নামকরণ করা হয়েছে। সাদী মোহাম্মদের ভাই শিবলী মোহাম্মদ একজন নৃত্যশিল্পী।