১৬ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ || ২রা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ || ৭ই জিলকদ, ১৪৪৫ হিজরি

অর্থ পাচার কমবে মার্কিন ভিসা নীতির ফলে : পররাষ্ট্রমন্ত্রী

নিজস্ব সংবাদদাতা , প্রকাশিত হয়েছে-

 

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন মনে করেন মার্কিন ভিসা নীতির ফলে অর্থ পাচার কমবে বলে। তিনি বলেন, দেশে নিরাপত্তার সমস্যা নেই। রাষ্ট্রদূতরা কেউ কোনো অপরাধ করেনি, যে ক্রাইসিস হবে।

শনিবার (২৭ মে) সকালে রাজধানীর সেগুন বাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে হেলথ জার্নাল অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

ড. মোমেন বলেন, নতুন ভিসানীতির ফলে শুধু সরকারি কর্মচারী, ব্যবসায়ী, আমলা- যারা যুক্তরাষ্ট্রের ভিসা নেন, তারাই চিন্তিত হবেন। সাধারণ ভোটার, এজেন্ট যারা, তাদের ওরিড হওয়ার কিছু নেই।

তিনি বলেন, আমরা চাইবো, এই ভিসানীতির আওতায় জ্বালাও পোড়াও বন্ধ হোক। আমরা ফ্রি ফেয়ার ইলেকশন চাই। দুই দেশের পুলিশ স্কট ফিরিয়ে দেওবার বিষয়টি জানা নেই বলে জানান পররাষ্ট্রমন্ত্রী।