দুই সীমান্ত দিয়ে আবারও ১১ বিজিপি সদস্যের প্রবেশ


জ্যেষ্ঠ প্রতিবেদক প্রকাশের সময় : এপ্রিল ১৯, ২০২৪, ৮:৩৯ অপরাহ্ণ / Print This Post Print This Post
দুই সীমান্ত দিয়ে আবারও ১১ বিজিপি সদস্যের প্রবেশ

মিয়ানমারে চলমান অভ্যন্তরীণ সংঘাতে প্রাণ বাঁচাতে দুই সীমান্ত এলাকা দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে দেশটির সীমান্তরক্ষী বাহিনী বিজিপির আরও ১১ সদস্য। এ নিয়ে গত কয়েক দিনে আশ্রয় নেওয়া মিয়ানমারের বিজিপি ও সেনা সদস্যের সংখ্যা দাঁড়িয়েছে ২৮৫ জনে।

শুক্রবার (১৯ এপ্রিল) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) জনসংযোগ কর্মকর্তা শরীফুল ইসলাম।

এই কর্মকর্তা জানান, নতুন করে আরও ১১ জন আশ্রয় গ্রহণ করেছে। তার মধ্যে জীম্বংখালী হয়ে ৩ জন এবং হাতিমারাঝিরি হয়ে ৮ জন বিজিপি সদস্য আসেন। এখন পর্যন্ত মোট ২৮৫ জন বাংলাদেশে অবস্থান করছে বলেও জানান তিনি।

এর আগে, শুক্রবার সকালে বিজিবির জনসংযোগ কর্মকর্তা শরীফুল ইসলাম জানিয়েছিলেন, বাংলাদেশে পালিয়ে এসে আশ্রয় নিয়েছেন দেশটির সীমান্তরক্ষী বাহিনী বিজিপির আরও ১৩ সদস্য। তারা বাংলাদেশ কোস্টগার্ড, টেকনাফ স্টেশনের কাছে আত্মসমর্পণ করেছেন।

এই কর্মকর্তা জানান, গতকাল বৃহস্পতিবার টেকনাফের নাফ নদীতে বিজিপির আরও ১৩ জন সদস্য আত্মসমর্পণ করেছেন। পরে কোস্টগার্ড সেই বিজিপি সদস্যদের বিজিবির নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়নের (১১ বিজিবি) কাছে হস্তান্তর করেন।


আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০