৪ঠা মে, ২০২৪ খ্রিস্টাব্দ || ২১শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ || ২৪শে শাওয়াল, ১৪৪৫ হিজরি

বাংলাদেশকে ব্যাটে পাঠালো আইরিশরা

ক্রিড়া ডেস্ক , প্রকাশিত হয়েছে-

 

সিলেটে দ্বিতীয় ওয়ানডেতে টস জিতে বল করার সিদ্ধান্ত নিয়েছে আয়ারল্যান্ডে। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে ম্যাচ শুরু দুপুর দুইটায়। এদিন বিশ্রাম দেওয়া হয়েছে মুস্তাফিজুর রহমানকে।

এদিকে প্রথম ম্যাচ জিতে বেশ ফুরফুরে মেজাজে আছে টাইগার শিবির। বৃষ্টির কারণে ম্যাচের আগে অনুশীলন করা হয়নি টিম টাইগার্সের। তবে তামিমকে নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা সেরেছেন হেড কোচ চান্ডিকা হাথুরুসিংহে।

তরুণরা দলের হাল ধরায় স্বস্তি ফিরেছে টাইগার শিবিরে। সেই সঙ্গে পেসারদের আক্রমনাত্মক বোলিং আশা দেখাচ্ছে এই ম্যাচে।

এদিকে, বাংলাদেশকে হারাতে চায় আয়ারল্যান্ড। বড় দলের বিপক্ষে সিরিজ জয়ের সুযোগ মিস করতে চাননা আইরিশ অধিনায়ক এ্যান্ড্র বালবির্নি।

বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, ইয়াসির রাব্বি, তাসকিন আহমেদ, নাসুম আহমেদ, এবাদত হোসেন, হাসান মাহমুদ।

আয়ারল্যান্ড স্কোয়াড: অ্যান্ড্রু বালবির্নি (অধিনায়ক), হ্যারি টেক্টর, গ্যারেথ ডেলানি, পল স্টার্লিং, কার্টিস ক্যাম্ফার, ম্যাথিউ হামফ্রেস, লরকান টাকার, স্টেফেন ডোহেনি, মার্ক অ্যাদায়ার, জর্জ ডকরেল, গ্রাহাম হুম, বেঞ্জামিন হোয়াইট, অ্যান্ডি ম্যাকব্রিন, জশুয়া লিটল