বাউফলে আচরণ বিধি লঙ্ঘন করায় চেয়ারম্যান প্রার্থীকে শোকজ


নিজস্ব প্রতিবেদক প্রকাশের সময় : মে ৪, ২০২৪, ১০:৫৯ পূর্বাহ্ণ / Print This Post Print This Post
বাউফলে আচরণ বিধি লঙ্ঘন করায় চেয়ারম্যান প্রার্থীকে শোকজ

 

পটুয়াখালীর বাউফলে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে জীবন্ত ঘোড়া নিয়ে মিছিল ও কর্মী সমর্থকদের উস্কানিমূলক বক্তব্য দেয়ায় উপজেলা পরিষদ চেয়ারম্যান প্রার্থী ও বর্তমান চেয়ারম্যান আবদুল মোতালেব হাওলাদারকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছেন উপজেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারি রিটার্নিং অফিসার মো. শাহীন শরীফ। ওই নোটিশে শুক্রবার ( ৩ মে) দুপুর ২টার মধ্যে লিখিত আকারে জবাব দিতে বলা হয়েছে।

শুক্রবার সকালে সহকারী রিটার্নিং কর্মকর্তা শাহীন শরীফ এ তথ্য নিশ্চিত তিনি বলেন,‘ গতকাল (বৃহস্পতিবার) প্রতীক বরাদ্দ দেওয়া হয়। চেয়ারম্যান প্রার্থী আবদুল মোতালেব হাওলাদার ঘোড়া প্রতীক পান। প্রতীক পাওয়ার পর ওই দিন সন্ধ্যায় দুইটি জীবন্ত ঘোড়া নিয়ে বগা বন্দরে মিছিল করেন। যার একটি ভিডিওি ফুটেজ পাওয়া যায়। জীবন্ত ঘোড়া নিয়ে মিছিল করা আচরণ বিধির লঙ্ঘন। যা উপজেলা নির্বাচন আচরণ বিধিমালা ২০১৬এর ( ১৯৯৮ সনের ২৪ নং আইন) এর ধারা ৬৩ এর উপ-ধারা(৩), ধারা ২০এর ১০ লঙ্ঘন। একই সাথে চেয়ারম্যান প্রার্থীর সমর্থকেরা উস্কানি মুলক ও উচ্ছ্ঙ্খল আচরণ করেছেন যা বিধিমালার স্পষ্ট লঙ্ঘন। এ আচরণবিধি লঙ্ঘন করায় কেনো তার প্রার্থিতা বাতিল করতে সুপাশি করা হবে না তার লিখিত জবাব দিতে নোটিশ দেওয়া হয়েছে।

এবিষয়ে চেয়ারম্যান প্রার্থী আবদুল মোতালেব হাওলাদার বলেন,‘ প্রতীক পাওয়ার পর কর্মী সমর্থকেরা বগা বন্দরে মিছিল বের করেন। ওই মিছিলে আমি উপস্থিত ছিলাম না। বিষয়টি জানার পরে তাদের নিষেধ করেছি। আগামী দিনে এমনটা আর হবে না।

সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাচন অফিসার শাহীন শরীফ বলেন,‘ তিনি (চেয়ারম্যান প্রার্থী) লিখিত জবাব দিয়েছেন। আমরা জবাব পর্যালোচনা করছি। কি সিদ্ধান্ত নেওয়া হয় তা পরে জানানো হবে।


আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১