বাউফল উপজেলা নির্বাচন

মেয়রের ‘খেলা হবে’ মন্তব্যে উত্তেজনা


নিজস্ব প্রতিবেদক প্রকাশের সময় : মে ৪, ২০২৪, ৩:৪২ অপরাহ্ণ / Print This Post Print This Post
মেয়রের ‘খেলা হবে’ মন্তব্যে উত্তেজনা

 

 

পটুয়াখালীর বাউফলে দ্বিতীয় ধাপে উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্যানেল নিয়ে ভোটের মাঠে থাকার ঘোষণা দিয়েছেন বাউফল পৌর মেয়র ও জেলা আওয়ামী লীগ যুগ্ম সাধারন সম্পাদক জিয়াউল হক ওরফে জুয়েল। গতকাল (শুক্রবার) রাতে পৌর শহরের জাহাঙ্গীর টাওয়ারে আওয়ামী লীগের ব্যানারে এক মতবিনিময় সভায় এ ঘোষণা দেন তিনি। ওই মত বিনিয়ম সভায় প্রধান অতিথি ছিলেন পৌর মেয়র। প্রধান অতিথির বক্তব্যে নির্বাচনে ‘খেলা হবে মন্তব্য করেন তিনি। তার এ মন্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে জড়িয়ে পড়লে স্থানীয় রাজনীতি অঙ্গনে উত্তেজনা দেখা দিয়েছে।

দলীয় সূত্র জানায়, দীর্ঘদিন ধরে স্থানীয় এমপির সাথে পৌর মেয়রের বিরোধ চলে আসছে। দুপক্ষ পৃথক ভাবে দলীয় কর্মসূচি পালন করে থাকেন। এনিয়ে এমপি ও মেয়র অনুসারীদের মাধ্যে একাধিক বার হামলা, সংঘাতে হতাহতের ঘটনাও ঘটেছে। বর্তমান উপজেলা চেয়ারম্যান এমপির অনুসারী হিসেবে পরিচিত ছিলেন। সম্প্রতি এমপির সাথে উপজেলা চেয়ারম্যানের বিরোধ দেখা। উপজেলা চেয়ারম্যান এমপি বিরোধী শিবিরে অবস্থান নেন। এনিয়ে উপজেলা আওয়ামী লীগের রাজনীতিতে উত্তেজনা বিরাজ করছে।

আসন্ন উপজেলা নির্বাচনে পৌর মেয়র জিয়াউল হক ও উপজেলা চেয়ারম্যান আবদুল মোতালেব হাওলাদার একমঞ্চে বসে এমপির বিরুদ্ধে প্যানেলে প্রার্থী নিয়ে মাঠে থাকার ঘোষনা দিয়েছেন। চেয়ারম্যান পদে বর্তমান উপজেলা চেয়ারম্যান আবদুল মোতালেব হাওলাদার, ভাইস চেয়ারম্যান পদে উপজলো ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক মো. মাহমুদ রাহাত জামশেদ ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে আইনজীবী ঝরনা বেগম প্রতিদ্ব›িদ্বতা করবেন। নির্বাচনে মেয়র ও উপজেলা চেয়ারম্যান অনুসারীদের তাদের পক্ষে কাজ করবেন।

ওই মতবিনিময় সভায় জিয়াউল হক জুয়েল তার অনুসারীদের মাঠে থাকার নির্দেশ দিয়ে বলেন,‘ আমরা যাদের প্রার্থী দিয়েছি তারা দলের নিবেদিত প্রাণ। দলের জন্য জেল জুলুম সহ্য করেছেন। অপরদিকে এমপি সাহেবও প্রার্থী দিয়েছেন, তারা কেউ বাউফলের না। আমাদের প্রার্থীদের নিয়ে ২১ তারিখ পর্যন্ত মাঠে থাকব। টেস্ট খেলবো, খেলা হবে, আপনাদের নিয়েই খেলবো।

ওই মতবিনিময় সভায় আরও বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান ও পৌর মেয়র অনুসারী একাধিক নেতাও বক্তব্য রাখেন।
এর আগে স্থানীয় এমপি আ.স.ম ফিরোজ নেতৃত্বাধীন উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ব্যানারে চেয়ারম্যান পদে বর্তমান ভাইস চেয়ারম্যান মোসারেফ হোসেন খান, ভাইস চেয়ারম্যান পদে উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক (ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক ) আনিসুর রহমান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে বর্তমান ভাইস চেয়ারম্যান মরিয়ম বেগম নিশুকে চুড়ান্ত করা হয়। মনোনয়নপত্র দাখিলের আগে উপজেলা আওয়ামী লীগ কার্যালয় জনতা ভবনে এক দোয়া অনুষ্ঠানে তৃণমূল আওয়ামীলীগের মনোনীত প্রার্থী হিসেবে তাদের নাম ঘোষণা করা হয়। ওই দোয়া অনুষ্ঠানে উপজলো, পৌর ও সকল ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন। এর বাহিরেও চেয়ারম্যান পদে বিমান বাহিনীর অবসর প্রাপ্ত অফিসার খ ম মশিউর রহমান লাবলু ও আওয়ামী লীগ নেতা সজল কুমার হালদার প্রতিদ্বন্ধতিা করছেন। এদের মধ্যে মশিউর রহমান লাবলু এমপির অনুসারী হিসেবে পরিচিত। তিনি এমপির সমর্থন প্রত্যাশীও ছিলেন।

উপজেলা আওয়ামী লীগের একাধিক প্রবিণ নেতা বলেন,‘ নির্বাচনে বিএনপি না থাকায় দলীয় প্রতীক উঠিয়ে নিয়েছেন দল। এতে প্রার্থিতা উন্মুক্ত হয়ে যায়। তবে স্থানীয় রাজনীতিতে আধিপত্য ধরে রাখতে এমপি ও মেয়র পৃথক প্যানেলে প্রার্থী ঘোষণা করেছেন। এনিয়ে উত্তেজনা দেখা দিয়েছে। নির্বাচনে দুপক্ষের সমর্থকের মধ্যে হামলা, সংঘাত ও রক্তপাতের ঘটনাও ঘটবে বলে ধারনা করছেন প্রবিণ নেতারা।

উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক ইব্রাহিম ফারুক বলেন,‘ মেয়র জেলা জেলা আওয়ামী লীগের পদে থেকে এভাবে প্রকাশ্য কোনো প্রার্থীদের নিয়ে মতবিনয়ম সভা করতে পারেন না। এটা সংগঠন বিরোধী ও নির্বাচনী আচরণ বিধির লঙ্ঘন। আর ওই মতবিনিয়ম সভায় তিনি যে উস্কানিমুলক মন্তব্য করেছেন তাতে নির্বাচনী পরিবেশ নষ্ট হবে। সংঘাত রক্তপাতের ঘটনা ঘটবে।

উপজেলা সহকারি রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাচন অফিসার মো. শাহীন শরীফ বলেন, নির্বাচন সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হবে। কোনো প্রার্থী বা তাদের সমর্থকেরা যদি বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি করার চেষ্টা করে তাহলে ওই প্রার্থীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

নির্বাচনে চেয়ারম্যান পদে ঘোড়া প্রতীক নিয়ে মোতালেব হাওলাদার, আনারস প্রতীক নিয়ে মোসারেফ হোসেন খান, কাপপিরিচ প্রতীক নিয়ে মশিউর রহমান লাবলু, দোয়াত কলম প্রতীক নিয়ে সজল হালদার, ভাইস চেয়ারম্যান পদে উড়োজাহাজ নিয়ে আনিসুর রহমান, তালা প্রতীক নিয়ে মাহমুদ রাহাত জামশেদ, মহিলা ভাইস চেয়ারম্যান পদে হাঁস প্রতীক নিয়ে মরিয়ম বেগম ও প্রজাপতি প্রতীক নিয়ে ঝরনা বেগম প্রতিদ্ব›িদ্বতা করছেন। আগামী ২ ১ মে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

 

 


আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১