স্বাস্থ্য বিভাগের বিশেষ প্রস্তুতি‘হিটস্ট্রোক’মোকাবিলায়


নিজস্ব সংবাদদাতা প্রকাশের সময় : এপ্রিল ২২, ২০২৪, ৫:৩০ অপরাহ্ণ / Print This Post Print This Post
স্বাস্থ্য বিভাগের বিশেষ প্রস্তুতি‘হিটস্ট্রোক’মোকাবিলায়
Oplus_131072

 

রাজধানী ঢাকাসহ সারাদেশ তীব্র দাবদাহে নাকাল । ইতোমধ্যে দেশের সর্বোচ্চ তাপমাত্রা ঠেকেছে ৪২ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াসে। তবে সহসায় এ অবস্থার কোনো উন্নতির আশা দেখছেন না আবহাওয়াবিদরা। উল্টো আগামী দিনগুলোয় সারাদেশে আরও বেশি গরম পড়তে পারে বলে জানিয়েছেন তারা। আবহাওয়ার এই চরম ভাবাপন্ন পরিস্থিতির পাল্লা দিয়ে বাড়ছে গরমজনিত নানা রোগ-বালাই। বিশেষ করে তীব্র গরমে হিটস্ট্রোকে একাধিক মৃত্যুর ঘটনা ঘটছে। শুধুমাত্র ২১ এপ্রিলেই হিটস্ট্রোকে আক্রান্ত হয়ে সারাদেশে ৮ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

এ অবস্থায় হিটস্ট্রোকসহ গরমজনিত রোগের বিষয়ে জনসচেতনা বৃদ্ধিসহ জরুরি সেবা নিশ্চিতের তাগিদ স্বাস্থ্য বিশেষজ্ঞদের। বিশেষ করে হিটস্ট্রোক প্রতিরোধে জনগণকে সচেতন করা ও আক্রান্তদের চিকিৎসা নিশ্চিতে কার্যকর প্রদক্ষেপ গ্রহণের কথা বলছেন তারা। বিশেষজ্ঞরা জানান, গরম আবহাওয়ার কারণে শরীরের অভ্যন্তরীণ তাপমাত্রা বেড়ে যায়। এতে শরীর থেকে পানি বের হয়ে যায়। ঘামের সঙ্গে শরীর থেকে লবণজাতীয় পদার্থ বের হয়ে শরীরে ইলেকট্রোলাইটের ভারসাম্যহীনতা দেখা দেয়। ফলে মানুষ অজ্ঞান হয় এবং খিঁচুনি দেখা দেয়। এক পর্যায়ে ঘামাও বন্ধ হয়ে যায়। পরিস্থিতির বেশি অবনতি ঘটলে কিডনি ও ফুসফুসের ক্ষতি হয়। সঠিক সময়ে চিকিৎসা না পেলে এতে মানুষের মৃত্যুও হতে পারে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ব্যক্তিগত চিকিৎসক ইমিরেটাস অধ্যাপক ডা. এ বি এম আব্দুল্লাহ ঢাকা মেইলকে বলেন, গরমে অনেকের হিটস্ট্রোক হচ্ছে। শ্রমজীবী মানুষসহ যারা একটানা রোদে কাজ করেন তারা এর ঝুঁকিতে রয়েছে। ঘণ্টার পর ঘণ্টা গরমে কাজ করার ফলে একসময় শরীরের তাপমাত্রা ১০৫ ডিগ্রি ফারানহাইট পার হয়ে যায়। তখন শরীর অত্যন্ত গরম হলেও ঘাম বের হয় না। রোগী মাথা ব্যথায় ভুগে এবং অজ্ঞান হয়ে যায়। এটাকে হিটস্ট্রোক বলে। এটি অত্যন্ত মারাত্মক বিপদজনক অবস্থা। এই অবস্থায় দ্রুত তাকে হাসপাতালে ভর্তি করতে হবে। এমনকি নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) নেওয়ার প্রয়োজন হতে পারে। এ সময় যদি সঠিক চিকিৎসা না দেওয়া হয় তাহলে রোগী মারা যেতে পারে। এ ধরনের রোগীর জন্য যেন হাসপাতাল প্রস্তুত থাকে। সাথে সাথে যেন তাদের চিকিৎসা দেওয়া যায়।

এদিকে তীব্র তাপপ্রবাহের মধ্যে প্রতিকূল পরিস্থিতি মোকাবিলায় সারাদেশের হাসপাতালগুলোকে প্রস্তুত রাখার নির্দেশ দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন। ইতোমধ্যে হাসপাতালে হিটস্ট্রোকের রোগী বাড়ার শঙ্কায় স্বাস্থ্য অধিদফতর প্রস্তুতি নিচ্ছে বলে জানা গেছে।


আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০