অজ্ঞান পার্টির কবলে পড়ে শরণখোলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুই পরিবারের ১৬ জন ভর্তি : মালামাল লুট


শেখ মোহাম্মদ আলী, শরণখোলা প্রকাশের সময় : এপ্রিল ২০, ২০২৪, ৫:৩০ অপরাহ্ণ / Print This Post Print This Post
অজ্ঞান পার্টির কবলে পড়ে শরণখোলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুই পরিবারের ১৬ জন ভর্তি : মালামাল লুট
শরণখোলাঃ অজ্ঞান পার্টির চেতনানাশকে অসুস্থ্য ১৬ জন নারী পুরুষ শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিচ্ছেন।

 

অজ্ঞান পার্টির কবলে পড়ে একজন গ্রাম পুলিশসহ ১৬ ব্যক্তি শনিবার সকালে শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছেন। শুক্রবার (১৯ এপ্রিল) রাতে পাশ্ববর্তী মোরেলগঞ্জ উপজেলার বানিয়াখালি গ্রামে পৃথক দুটি বাড়িতে এ ঘটনা ঘটে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তিকৃতরা হচ্ছেন, গৃহকর্তা হাবিবুর রহমান হাওলাদার, মামুনুর রশিদ, ফেরদৌস,হাসান হাওলাদার, তিতাস হাওলাদার, আশ্রফুল হাওলাদার, সাকিবুল হাওলাদার, মোঃ নাইম, মোঃ শামিমা আক্তার, হিরা আক্তার, আখি আক্তার, মারিয়া আক্তার। গ্রাম পুলিশ নারায়ন চন্দ্র, শ্যামলী রানী, জ্বীন কুমার ও শম্পা রানী।

শরণখোলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় গৃহকর্তা হাবিবুর রহমান হাওলাদার ও গ্রাম পুলিশ নারায়ন চন্দ্র জানান, তারা শুক্রবার রাত ১০টার দিকে ভাত খেয়ে নিজ নিজ বাড়ীতে ঘুমিয়ে পরেন। কিন্তু সকালে তাদের ঘুম ভাঙ্গলেও বিছানা থেকে উঠতে পারছিলেন না। এছাড়া ঘরের মালামাল এলোমেলো হয়ে পড়ে আছে। তাদের ধারনা চোরচক্র কোন এক সময় তাদের খাবারের সাথে চেতনা নাশক কিছু মিশিয়ে রাখে। অজ্ঞান পার্টি দুই বাড়ির স্বর্ণালঙ্কার, নগদ টাকাসহ বিভিন্ন মালামাল নিয়ে পালিয়ে যায়। প্রতিবেশীরা এসে তাদের শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসার জন্য ভর্তি করেন।

এ ব্যপারে শরণখোলা খানার অফিসার ইনচার্জ এ এইচ এম কামরুজ্জামান বলেন, ঘটনাটি যেহেতু মোরেলগঞ্জ উপজেলার মধ্যে পড়েছে তাই এ ব্যপারে মোরেলগঞ্জ থানা পুলিশ আইনগত ব্যবস্থা গ্রহন করবেন।


আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০