২৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ || ১৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ || ১৯শে শাওয়াল, ১৪৪৫ হিজরি

আমতলীতে ৬০ নারীর মধ্যে সনদ বিতরণ

হায়াতুজ্জামান মিরাজ, আমতলী (বরগুনা) প্রতিনিধি। , প্রকাশিত হয়েছে-

 

 

আমতলীতে হাঁস- মুরগী প্রতিপালন প্রশিক্ষণ গ্রহন কারী ৬০ জন নারীর মধ্যে সোমবার সকালে সনদ বিতরণ করা হয়েছে। যুব ও ক্রীরা মন্ত্রনালয়ের আওতায় আমতলী উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তর প্রশিক্ষণ শেষে এ সনদ বিতরণের আয়োজন করে।

আমতলী উপজেলা পরিষদের হলরুমে ইউএনও একেএম আবদুল্লাহ বিন রশিদের সভাপতিত্বে সনদ বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণ গ্রহন কারীদের হাতে সনদ তুলে দেন আমতলী উপজেলা পরিষদের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) মো. মজিবুর রহমান।

সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন আমতলী উপজেলা পরিষদের নারী ভাইস চেয়ারম্যান তামান্না আফরোজ মনি, প্রানী সম্পদ কর্মকর্তা ডা. নাজমুল হক, যুব উন্নয়ন কর্মকর্তা সৈয়দ মো. ফারুক হোসেন, সিনিয়র সাংবাদিক জাকির হোসেন, সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা মিলন চন্দ্র শীল ও জেয়াদুল কবির প্রমুখ।