১৯শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ || ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ || ১০ই জিলকদ, ১৪৪৫ হিজরি

কলাপাড়ায় বোরোর বাম্পার ফলনের আশা

সুনান বিন মাহাবুব, পটুয়াখালী , প্রকাশিত হয়েছে-

পটুয়াখালীর কলাপাড়ায় বোরো ধানের বাম্পার ফলন হয়েছে। কোন ঝড়-ঝাপটা কিংবা রোগবালাই না হলে ১৫-২০ দিন পরে বোরোর ফলন ঘরে তুলতে পারবে চাষিরা।

কলাপাড়া উপজেলা কৃষি কর্মকর্তা এআরএম সাইফুল্লাহ বলেন, এবছর কলাপাড়ায় বোরোর আবাদ হয়েছে তিন হাজার হেক্টর জমিতে। যার অধিকাংশ হাইব্রিড জাতের। কোন প্রতিকূল পরিবেশ ছাড়াই ঠিকঠাক মতো ফলন ঘরে তুলতে পারলে প্রতি হেক্টরে অন্তত ছয় মেট্রিকটন ফলন পাওয়ার সম্ভাবনা রয়েছে।

কুমিরমারা গ্রামের কৃষক সুলতান গাজী জানান, তিনি এ বছর সাত বিঘা জমিতে বোরোর আবাদ করেছেন। ফলনও ভালো হয়েছে। তিনি এ জমিতে অন্তত ১৪০ মণ ধান পাওয়ার আশা করছেন তিনি।

তিনি আরও জানান, পাখিমারার খালটিতে ১২ মাস মিঠা পানির সরবরাহ নিশ্চিত করতে পারলে কৃষকরা আমন, বোরোর পাশাপাশি সবজিসহ রবিশস্য আবাদ করতে পারবে।