কাউখালীতে খাদ্য গুদামে দুই যুগেরও হয়নি জেটি , ঝুঁকি নিয়ে মালামাল ওঠানামা


কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি প্রকাশের সময় : মে ৪, ২০২৪, ১১:০৮ অপরাহ্ণ / Print This Post Print This Post
কাউখালীতে খাদ্য গুদামে দুই যুগেরও হয়নি জেটি , ঝুঁকি নিয়ে মালামাল ওঠানামা

 

পিরোজপুরের কাউখালীতে সন্ধ্যা নদীর কোলঘেষে ব্রিটিশ আমলে নির্মিত খাদ্য গুদামটি বর্তমানে অযত্নে অবহেলা ও সংস্কারের অভাবে খাদ্য গুদামের ভবনগুলো ব্যবহার অনুপযোগী হয়ে পড়েছে। খাদ্য গুদামের ৫টি ভবনের ৪টিই এখন ব্যবহারের অনুপযোগী। ১টি ভবন কোনরকম জোড়াতালি দিয়ে চলছে। এই ভবনগুলোতে এ অঞ্চলের খাদ্যের মালামাল রাখার সুব্যবস্থা ছিল। কালের প্রবাহে খাদ্য গুদামগুলো ভাগ হওয়ার ফলে কিছুটা গুরুত্ব কমে যায়।

এ গুদামে বছরে এখনও প্রায় ২ হাজার মে.টন খাদ্য সামগ্রী ওঠানামা করে। নদীর তীরবর্তী ভবনগুলো একমাত্র কারন ছিল উপমহাদেশের জাহাজে ও দেশীয় জাহাজে করে নদী দিয়ে এই গুদামে খাদ্যসামগ্রী রাখা সহজ ব্যবস্থা ছিল। অথচ সরকারের এই বৃহৎ গুরুত্বপূর্ণ খাদ্য ভবনে ওঠানামার জেটিটি দীর্ঘ দুই যুগেও নির্মাণ করা হয়নি।

খাদ্য গুদামের সর্দার নুরুল ইসলাম জানান, জাহাজ থেকে মাল ওঠানামা করতে গিয়ে শ্রমিকরা প্রায়ই দুর্ঘটনার শিকার হয়। তিনি আরো জানান, এই কারনে অনেক শ্রমিক জীবনের ঝুঁকি নিয়ে কাজ করতে আগ্রহ হারিয়ে ফেলছে। যারফলে অতিরিক্ত অর্থ ব্যয় করে শ্রমিক নিয়োগ দিয়ে ঝুঁকি নিয়ে কাজ করতে হচ্ছে। শুধু জেটি নয়, সীমানা প্রাচীরও নদী ভাঙনে বিলীন হয়ে গেছে। বর্তমানে খাদ্য গুদামের আবাসিক ও অফিস ভবনগুলো সীমান প্রাচীর না থাকায় অরক্ষিত অবস্থায় রয়েছে। সাধারণ মানুষ চলাচলের ব্যবস্থা থাকার কথা না থাকলেও অবাধে সংরক্ষিত এলাকা হিসেবে এখানে এখন মাদক ও উঠতি বয়সি ছেলে-মেয়েদের অনৈতিক কার্যকলাপের নিরাপদ স্থান বলে অনেকেই মনে করেন। সবমিলিয়ে খাদ্য গুদাম এলাকা এখন অরক্ষিত হয়ে পড়েছে।

এ ব্যাপারে খাদ্য গুদাম কর্মকর্তা আবুল কালাম বলেন, আমি এই স্টেশনে নুতন। খাদ্য গুদামের সকল সমস্যা নিয়ে উর্ধ্বতন কর্মকর্তাকে অবহিত করা হয়েছে। তবে খাদ্য গুদামের পাইলিং এর কাজ শেষে সীমানা প্রাচীর ও জেটির জন্য পদক্ষেপ গ্রহণ করা হবে।


আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১