কাউখালীতে বৃষ্টির জন্য কাঁদলেন মুসল্লিরা


কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি। প্রকাশের সময় : মে ১, ২০২৪, ৯:৫৩ পূর্বাহ্ণ / Print This Post Print This Post
কাউখালীতে বৃষ্টির জন্য কাঁদলেন মুসল্লিরা

 

পিরোজপুরের কাউখালীতে ১ মে বুধবার সকাল ৮টায় উপজেলার শিয়ালকাঠী ইউনিয়নের রাঢ়ীর হাট জামে মসজিদের সামনের মাঠে বৃষ্টির আশায় বিশেষ নামাজ ও মোনাজাত অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সারাদেশে প্রচন্ড তাপদাহ থেকে পরিত্রান পেতে খোলা আকাশের নিচে মুসল্লিরা এই বিশেষ সালাত আদায় করেছেন।

এসময় শত শত ধর্মপ্রাণ মুসলমানরা এই নামাজে অংশ নেয়। নামাজে অংশ নেওয়া মুসল্লিরা জানান, প্রচন্ড তাপদাহ ও অনাবৃষ্টির কারণে শুকিয়ে যাচ্ছে মাঠ ঘাট কৃষি জমি। তীব্র খরায় ফসল উৎপাদন নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন কৃষকরা। গরমে অতিষ্ঠ হয় উঠেছে সকল শ্রেণী পেশার মানুষ। আল্লাহর অশেষ রহমতের জন্য এই নামাজ আদায় করা হয়। এ সময় মাঠে মুসল্লিদের কান্নায় ভারী হয়ে ওঠে। তারা মহান আল্লাহর দরবারে বৃষ্টির প্রার্থনা করে নামাজ আদায় করে।

নামাজের ইমামতি করেন, জোলাগাতি ফাজিল মাদ্রাসার আরবি প্রভাষক মাওলানা খলিলুর রহমান।


আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১