২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ || ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ || ১৭ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

কালিয়ায় বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অনুষ্ঠিত

মোঃ খাইরুল ইসলাম চৌধুরী, নড়াইল প্রতিনিধি: , প্রকাশিত হয়েছে-

নড়াইলের কালিয়ায় ২০২২-২৩ অর্থবছরে খরিপ-১/২০২৩-২৪ মৌসুমে উফশী আউশ ধানের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে প্রনোদনা কর্মসূচীর আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে ধানের বীজ ও সার বিতরন কার্যক্রম উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার (২১মার্চ) সকাল ১১ টায় কালিয়া উপজেলা পরিষদ মিলনায়তনে এ বীজ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন প্রধান অতিথি এমপি, বি.এম কবিরুল হক মুক্তি।

কালিয়া উপজেলায় ৩ হাজার ৫শত জন কৃষকের মাঝে প্রতি জনকে ৫ কেজি উফশী ধানের বীজ ১০ কেজি ডিএপি ও ১০ কেজি করে এমওপি সার বিতরণ করা হবে।

এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা, রুনু সাহার সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন, ভাইস চেয়ারম্যান, মোঃ ইব্রাহিম শেখ, মহিলা ভাইস চেয়ারম্যান, সোহেলী পারভীন নিরী, উপজেলা উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সুবীর কুমার বিশ্বাস, কালিয়া প্রেসক্লাবের সভাপতি মশিউল হক মিঠুসহ সুবিধাভোগী কৃষকেরাও উপস্থিত ছিলেন।