২০শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ || ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ || ১১ই জিলকদ, ১৪৪৫ হিজরি

কালীগঞ্জে মাতৃ স্বাস্থ্যের উন্নয়ন বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত

ফিরোজ আহম্মেদ,ঝিনাইদহ , প্রকাশিত হয়েছে-

 

 

বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের ১০৩ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে কালীগঞ্জে ”স্বাস্থ্য সেবা প্রচারনা সপ্তাহ” পালন করা হয়েছে।

এ উপলক্ষে বুধবার বেলা ১২ টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কনফারেন্স রুমে মাতৃ স্বাস্থ্যের উন্নয়ন বিষয়ক এক আলোচনা সভা অনুষ্টিত হয়। কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য বিভাগের আয়োজনে সভার শুরুতেই মাতৃ স্বাস্থ্যের সুচিকিৎসা সহ তাদের উন্নয়ন বিষয়ে ব্রিফিং দেন হাসপাতালের ডাঃ সুমন হোসেন।উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর আরএমও ডাঃ মাঝহারুল ইসলামের সভাপতিত্বে সভাতে আরো বক্তব্য রাখেন, কালীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জামির হোসেন, সলিমুন্নেছা পাইলট বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা বিদৌরা আক্তার ও মোস্তবাপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমান।

এছাড়াও সভাতে হাসপাতালের অন্নান্য ডাক্তার, নার্স ও উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্টানের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।