১৯শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ || ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ || ১০ই জিলকদ, ১৪৪৫ হিজরি

গোসাইরহাটে ২ কিলোমিটার সরকারি খাল উদ্ধার

শরীয়তপুর জেলা প্রতিনিধি, কালাম সরদার , প্রকাশিত হয়েছে-

 

শরীয়তপুরের গোসাইরহাট উপজেলার দাশেরজঙ্গল এলাকার দীর্ঘ দিন ধরে প্রায় ২ কিলোমিটার সরকারি খাল বিভিন্ন অবৈধ স্থাপনা দ্বারা বেদখল হয়ে গিয়েছিলো। জলাবদ্ধতা থেকে প্রায় ৪ থেকে ৫শত পরিবার কে রক্ষা করা হল।

এ উচ্ছেদ অভিযান পরিচালনা করেন, শরীয়তপুর জেলা প্রশাসক মোঃ পারভেজ হাসান এর নিদের্শে গোসাইরহাট উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সুজন দাশ গুপ্ত। উচ্ছেদ অভিযানে সার্বিক সহযোগিতা করেন পুলিশ বিভাগ, ফায়ার সার্ভিস, পল্লী বিদ্যুৎ বিভাগ।

দুইদিন ধরে চলা এই অভিযানে খালের উপর তৈরি আবাসিক ভবন, দোকানপাট, প্রতিবন্ধক রাস্তাসহ প্রায় ৫০টি স্থাপনা অপসারণ করা হয়েছে।

গোসাইরহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাফী বিন কবির জানান, এই ধরণের অভিযান অব্যাহত থাকবে।

শরীয়তপুর জেলা প্রশাসক মোঃ পারভেজ হাসান জানান, খাল থেকে অবৈধ স্থাপনা অপসারণের জন্য মাননীয় প্রধানমন্ত্রীর অনুশাসন রয়েছে। শরীয়তপুরে এই অভিযান চলমান থাকবে যাতে বর্ষাকালে জলবদ্ধতার হ্রাস পায়।

উক্ত উচ্ছেদ অভিযানে পরিচালনা করায় স্থানীয় রাজনৈতিক ব্যক্তিবর্গ ও এলাকার জনসাধারণ জেলা প্রশাসক ও উপজেলা প্রশাসনকে ধন্যবাদ জানিয়েছেন।

 

SK24/SMK/DESK