ঘোড়াঘাটে ট্রাকের ত্রিমুখী সংঘর্ষে গুরুতর আহত চালক ও সহকারী


মনোয়ার বাবু, ঘোড়াঘাট প্রকাশের সময় : মে ৪, ২০২৪, ৩:৩৩ অপরাহ্ণ / Print This Post Print This Post
ঘোড়াঘাটে ট্রাকের ত্রিমুখী সংঘর্ষে গুরুতর আহত চালক ও সহকারী
ক্যাপশনঃ দিনাজপুর-ঘোড়াঘাট মহাসড়কের রাণীগঞ্জ ব্যাক অফিসের সামনের এলাকায় তিনটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়।

 

 

দিনাজপুরের ঘোড়াঘাটে ট্রাকের ত্রিমুখী সংঘর্ষে চালক ও চালকের এক সহকারী গুরুতর আহত হয়েছে। শনিবার (৪ মে) ভোর ৪টায় সিংড়া ইউনিয়নের ব্রাক অফিস এলাকায় মহাসড়কের উপর এ দুর্ঘটনা ঘটে। তাদের দুই জনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য অন্যত্র স্থানান্তরিত করা হয়।

আহতরা হলেন, কার্গো ট্রাকের চালক শাহ আলম বিষ্ণু(৫০) ও পাথর বোঝাই ট্রাকের সহকারী সাব্বির (২২)।

উপজেলা ফায়ারসার্ভিসের লিডার জিয়াউর রহমান জানান, ভোর ৪ টায় দিনাজপুর-ঘোড়াঘাট মহাসড়কের রাণীগঞ্জ ব্যাক অফিসের সামনে মধ্যপাড়া কয়লাখনি থেকে পাথর বোঝাই করে ফেরার পথে সৈয়দপুরের দিকে খেজুর বহনকারী কার্গো ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় ট্রাক বহরে থাকা আরেকটি ট্রাকও পেছন থেকে ওই একই কার্গো ট্রাকটিকে সজোরে ধাক্কা দেয়। এতে তিন ট্রাকের সামনের অংশ দুমড়েমুচড়ে যায় এবং খেজুর বহনকারী কার্গো ট্রাকের ড্রাইভার ও পাথর বোঝাই ট্রাক চালকের সহকারি দুমড়ে মুচড়ে যাওয়া ট্রাকের ক্যাবিনের মধ্যে আটকা পড়ে যায়। পরে খবর পেয়ে ফায়ারসার্ভিসের সদস্যরা দুমড়ে মুচড়ে যাওয়া ক্যাবিনের মধ্যে থেকে গুরুতর আহত দুইজন কে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যায়।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বরত চিকিৎসক ডাঃ তাজকিয়া তুল মুসলিমা বলেন, আমাদের স্বাস্থ্য কমপ্লেক্স দুর্ঘনায় আহত দুই জনকে নিয়ে আসা হয়েছিল। গুরুতর হওয়ায় প্রাথমিক চিকিৎসা শেষে দুই জনকেই রেফার করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আসাদুজ্জামান জানান,ভোর ৪ টার দিকে তিনটি ট্রাকের সংঘর্ষ হয়। এতে দুই জন আহত হয়েছে। ট্রাক তিনটি পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। পরবর্তীতে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

 


আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১