চরভদ্রাসন উপজেলা পরিষদ নির্বাচনে এগিয়ে আনোয়ার আলী মোল্যা


নাজমুল হাসান নিরব, ফরিদপুর প্রকাশের সময় : মে ৭, ২০২৪, ১০:০৯ অপরাহ্ণ / Print This Post Print This Post
চরভদ্রাসন উপজেলা পরিষদ নির্বাচনে এগিয়ে আনোয়ার আলী মোল্যা

 

প্রথম ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে আগামীকাল ৮ই মে চরভদ্রাসন উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। আর এই নির্বাচনে ব্যাপক ভোটের ব্যবধানে আনোয়ার আলী মোল্যা উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হবেন বলে মনে করেন সুধীমহল।

স্থানীয় এই নির্বাচনে চেয়ারম্যান পদে ৭ জন প্রার্থী প্রতিদ্বন্দতা করছেন। এরই মধ্যে ৩জন প্রার্থী বাকি চারজন প্রার্থীদের সমর্থন করছেন। শেষ পর্যন্ত আনোয়ার আলী মোল্যা আনারস প্রতিক নিয়ে,মোতালেব হোসেন মোল্যা দোয়াত কলম, সৈয়দ নিজাম উদ্দীন আহমেদ টেলিফোন প্রতীক নিয়ে,খবিরউদ্দিন শেখ মোটরসাইকেল প্রতীক নিয়ে লড়াই করবেন।

সাধারণ ভোটারদের সাথে কথা বলে জানা যায়, চরভদ্রাসনে এবার চেয়ারম্যান পদে মূলত দুজনের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হবে।এদের মধ্যে ইঞ্জিঃ নিজাম উদ্দিন আহমেদ (টেলিফোন প্রতিক) এবং আনোয়ার আলী মোল্যা (আনারস প্রতিক) নিয়ে প্রতিদ্ধন্ধিতা করছেন।

এদের মধ্যে আনোয়ার আলী মোল্যা (আনারস প্রতিক) একজন নিবেদিত প্রান।তারা বাবা স্বাধিনতার পরে একটানা ৪০ বছর আওয়ামীলীগের উপজেলা সা.সম্পাদক ছিলেন।নিরলস সেবা দিয়ে গেছেন। আনোয়ার আলী মোল্যাও প্রায় ৩০ বছর যাবৎ আওয়ামীলীগের রাজনীতি করছেন। বর্তমানে তিনি ফরিদপুর-৪ আসনের এমপি নিক্সন চৌধুরীর দলীয় আস্থাভাজন একজন লোক।

ইতিমধ্যে প্রার্থীগণ মাইকে হিন্দি-বাংলা ইত্যাদি গানের সুরে সুরে অনুনয়-বিনয়ের সাথে নিজেকে যোগ্য ও ভালো মানুষ বলে দাবি করে ভোটের প্রচার-প্রচারণায় করেছেন।

গ্রাম পর্যায়ে সাধারণ ভোটারের নিকট জিজ্ঞেস করলে আনারস মার্কার প্রার্থী আনোয়ার আলী মোল্যার জনপ্রিয়তায় ও গ্রহণযোগ্যতায় অনেক এগিয়ে আছে বলে দাবি করেন।

সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাচন অফিসার কাজী হেকমত আলী বলেন ‘ভোটারদের নির্বিঘ্নে ভোট প্রদানের পরিবেশ নিশ্চিত করা হয়েছে, পর্যাপ্ত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিয়োগ হওয়ায় কোন বিশৃঙ্খলার কোন সুযোগ নেই, আশা করছি সুষ্ঠ পরিবেশেই ভোট অনুষ্ঠিত হবে, বুধবার ভোট গ্রহণে মালামাল প্রিজাইডিং অফিসারের মাধ্যমে কেন্দ্রে পাঠানো হয়েছে।’

এদিকে স্থানীয় জনগনের দাবির সকল জল্পনা-কল্পনার সমাধান আসবে ৮ মে বুধবার ভোটারদের ভোট প্রদানের মাধ্যমে। উল্লেখ্য, এই উপজেলায় মোট ভোটার ৬৩ হাজার ১০৫ জন। ৪ টি ইউনিয়নে মোট ২২টি কেন্দ্রে চলবে ভোট গ্রহণ। ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে সিদ্ধান্ত দেবে কে হাসবে শেষ হাসি, কে পড়বে জয়ের মালা।

এছাড়াও ভাইস চেয়ারম্যান পদে জনপ্রিয় নেতা মোশাররফ হোসেন মুশা টিয়া পাখি প্রতীক, মহিলা ভাইস চেয়ারম্যান পদে নারী ভোটারদের প্রাণ রওশনারা পারভীন ফুটবল মার্কা ও সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান তানজিনা আক্তার প্রজাপতি প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন।


আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১