৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ || ২৫শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ || ২৮শে শাওয়াল, ১৪৪৫ হিজরি

ঝালকাঠিতে উদ্বোধন হলো কওমী মাদরাসা ও এতিমখানা

মোঃ আমিন হোসেন, ঝালকাঠি , প্রকাশিত হয়েছে-

ঝালকাঠির নলছিটিতে ইমাম সম্মেলনের মাধ্যমে উদ্বোধন হলো জামিয়া মোহাম্মাদীয়া জয়নাল আবেদন কওমী মাদরাসা ও এতিমখানা ।

শনিবার (২ মার্চ) বেলা সাড়ে ১২ টায় পৌরসভা ৭ নং ওর্য়াড নলছিটি – বরিশাল সড়কের সুগন্ধা নদীর তীরবর্তী সূর্য্যপাশা গ্রামে মাদ্রাসার নিজস্ব ভবনে দুপুরে ছাত্র ভর্তি কার্যক্রমের মাধ্যমে মাদ্রাসার আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করেন স্থানীয় আলেম-ওলামা ও জনপ্রতিনিধিবৃন্দ।

মাদরাসার শুভ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নলছিটি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)মো.নজরুল ইসলাম।

মাদরাসা উদ্বোধন উপলক্ষে দিনব্যাপী ইমাম সম্মেলন ও পরামর্শ সভায় সভাপতিত্ব করেন জামিয়া মোহাম্মদীয়া জয়নাল আবেদীন কওমী মাদ্রাসা প্রতিষ্ঠাতা ইঞ্জিনিয়ার মো. সাইফুল ইসলাম।

আরও বক্তব্য রাখেন,নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুরাদ আলী,মাওলানা ডা. সিরাজুল ইসলাম সিরাজী, গাজীপুর জামিয়া মোহাম্মদীয়া এমদাদুল উলূম মাদরাসার মুহতামিম হাফেজ মাওলানা নেয়ামত উল্লাহ খান।

এসময় উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান, বরিশাল পলিটেকনিক কলেজের খতিব মুফতি রুহুল আমিন,নলছিটি থানা মসজিদের খতিব মাওলানা বাহাউদ্দীন, পুলেরহাট কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা শাহজালাল হোসেন জিহাদি,উপজেলার বিভিন্ন মসজিদের ইমামগন ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ ।