২৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ || ১৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ || ১৯শে শাওয়াল, ১৪৪৫ হিজরি

ঝিনাইদহে অবৈধ ৮ টি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার সিলগালা

ফিরোজ আহম্মেদ, ঝিনাইদহ প্রতিনিধিঃ , প্রকাশিত হয়েছে-

 

 

ঝিনাইদহ: শুক্রবার ২৭ মে স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশ মোতাবেক ৭২ ঘন্টা নির্ধারিত সময়সীমার মধ্যে ঝিনাইদহ জেলার সিভিল সার্জন ডাঃ শুভ্রা রানী দেবনাথ মহোদয়ের নির্দেশ মোতাবেক সদর উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মিথিলা ইসলামের তত্ত্বাবধানে অনিবন্ধিত ও অবৈধভাবে পরিচালিত ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার সর্ব মোট আটটি যাদের বৈধ কাগজপত্র নাই তাদের ক্লিনিক এবং ডায়াগনস্টিক সেন্টার অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে সিলগালা করে দেওয়া হয়।

উক্ত দলে এম ও সিএস এমওডিসি এবং মেডিকেল অফিসার সহ সদর উপজেলা স্যানিটারী ইন্সপেক্টর এবং সদর থানার পুলিশ প্রশাসন উপস্থিত ছিলেন।