২৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ || ১৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ || ১৯শে শাওয়াল, ১৪৪৫ হিজরি

ঝিনাইদহে মাদক সেবনে বাধা দেওয়ার স্ত্রীকে কুড়াল দিয়ে কুপিয়ে হত্যা,স্বামী আটক

ফিরোজ আহম্মেদ, ঝিনাইদহ প্রতিনিধিঃ , প্রকাশিত হয়েছে-

 

 

জেলার মহেশপুরে কুড়াল দিয়ে কুপিয়ে স্ত্রী জুলিয়া খাতুন (২৩) হত্যা করেছে মাদকাসক্ত স্বামী বাবলু ।

গত ৬ মে শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে মহেশপুর উপজলোর সেজিয়া গ্রামে এ ঘটনা ঘটছে।পরে মহেশপুর থানা পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ঘাতক মাদকাসক্ত স্বামী বাবলুর রহমান (২৮) কে গ্রেপ্তার করেছে। স্ত্রী হত্যা কারক বাবলুর রহমান সেজিয়া গ্রামের নিজাম উদ্দীনের ছেলে। গ্রামবাসী সূত্রে জানা গেছে মাদক সেবন করে এসে বাবলু প্রায়ই স্ত্রীকে মারপিট ও ঝগড়া করতো ও প্রায় দিন তাদের ঝগড়া-বিবাদ লেগেইে থাকতো।

শুক্রবার রাত সাড়ে ৮টা দিকে এ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে তর্কবিতর্ক হয়, এক পর্যায়ে স্বামী ঘরে থাকা কুড়াল দিয়ে স্ত্রীকে বেপরোয়া ভাবে কুপিয়ে জখম করে।এটা স্থানীয়রা জানতে পেরে দ্রুত আহত স্ত্রীকে উদ্ধার করে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পথে মারা যায়। এ খবর পেয়ে মহেশপুর থানা পুলিশ ঘটনাস্থলে উপস্তিত হয়ে ঘাতক স্বামী বাবলুর রহমানকে গ্রেপ্তার করে তাদের হেফাজতে নিয়েছে। নিহত স্ত্রী জুলিয়া খাতুন তন্নি নামের এক কন্যা সন্তানের জননী। মহেশপুর থানার ওসি ঘটনার সত্যতা স্বীকার করছেনে ও তিনি আগামীকাল কোর্টের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হবে।