নড়াইলে দূর্গাপুজা উপলক্ষে নিরাপত্তা নিশ্চিতের বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত


উজ্জ্বল রায়, নড়াইল প্রকাশের সময় : অক্টোবর ৩, ২০২৪, ৭:৩৫ অপরাহ্ণ / Print This Post Print This Post
নড়াইলে দূর্গাপুজা উপলক্ষে নিরাপত্তা নিশ্চিতের বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত

 

নড়াইলে দূর্গাপুজা উপলক্ষে এসপি এহসানুল কবীর”র মতবিনিময় সভা অনুষ্ঠিত। নড়াইল জেলার কালিয়া থানার আয়োজনে থানা হলরুমে জেলা পুলিশ সুপার কাজী এহসানুল কবীর”র সাথে এলাকার সুধীজনের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

বুধবার (২ অক্টোবর) এ সময় পুলিশ সুপার এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি ও আসন্ন দূর্গাপুজা উপলক্ষে সকল ধরনের নিরাপত্তা নিশ্চিতের বিষয়ে আলোচনা করেন। এলাকার সুধীজনেরা বিভিন্ন সমস্যা উপস্থাপন করলে সেগুলোর দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। এ সময় কিশোর রায়, সহকারী পুলিশ সুপার (কালিয়া সার্কেল); মীর শরিফুল হক, ডিআইও-১; খন্দকার শামীম উদ্দিন, অফিসার ইনচার্জ, কালিয়া থানা সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিগণ উপস্থিত ছিলেন। পরবর্তীতে পুলিশ সুপার নড়াগাতী থানা প্রাঙ্গনে এলাকার সুধীজনের সাথে মতবিনিময় করেন। এলাকার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা করেন।

এ সময় কিশোর রায়, সহকারী পুলিশ সুপার (কালিয়া সার্কেল) মীর শরিফুল হক, ডিআইও-১ মোঃ মোস্তাফিজুর রহমান, অফিসার ইনচার্জ, নড়াগাতী থানা সহ এলাকার গণ্যমান্য ব্যক্তি উপস্থিত ছিলেন।


আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
৩০৩১