২৮শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ || ১৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ || ১৮ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

নড়াইলে ২৫ মার্চ গণহত্যা দিবস পালন উপলক্ষে  আলোচনা সভা অনুষ্ঠিত

মোঃ খাইরুল ইসলাম চৌধুরী, নড়াইল জেলা প্রতিনিধি , প্রকাশিত হয়েছে-

২৫ মার্চ গণহত্যা দিবস পালন উপলক্ষে নড়াইলে নানা আয়োজন করা হয়েছে। এ দিবসের তাৎপর্যের উপর আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 

এ ছাড়াও  দিনব্যাপী গণহত্যার উপর দূর্লভ আলোকচিত্র/ প্রামণ্যচিত্র প্রদর্শনী, ২৫ মার্চ স্মরনে বিশেষ মোনাজাত / প্রার্থনার কর্মসুচি গ্রহন করা হয়েছে।

শনিবার (২৫ মার্চ) সকাল সাড়ে ১০ টায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে জেলা প্রশাসন  নড়াইলের আয়োজনে অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান এর সভাপতিত্বে অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) মোঃ ফকরুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক ( রাজস্ব ) শাশ্বতী শীল, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রিয়াজুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া ইসলাম, সাবেক জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ গোলাম কবির,বীরমুক্তিযোদ্ধা সাইফুল ইসলাম হিলু,সরকারি কর্মকর্তা, বীরমুক্তিযোদ্ধা, সাংবাদিক, এছাড়াও বিভিন্ন শ্রেনী পেশার মানুষ এ সময় উপস্থিত ছিলেন।

SK24/SMK/DESK