২৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ || ১৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ || ১৯শে শাওয়াল, ১৪৪৫ হিজরি

নড়াইলে ৪ প্রতিষ্ঠানকে  জরিমানা

মোঃ খাইরুল ইসলাম চৌধুরী, নড়াইল জেলা প্রতিনিধি , প্রকাশিত হয়েছে-

 

নড়াইলের কালিয়ায় ৪ প্রতিষ্ঠানকে ২৩ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। রমজানে নিত্য পণ্যের দাম স্থিতিশীল রাখতে বাজার মনিটরিংয়ের অভিযানে তাদের এ জরিমানা করা হয়।

শনিবার (২৫ মার্চ) সকাল থেকে দুপুর পর্যন্ত নড়াইলের কালিয়া উপজেলা সদর বাজারে এ অভিযান পরিচালনা করেন।

উক্ত অভিযানে নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের নড়াইল কার্যালয়ের সহকারী পরিচালক প্রণব কুমার প্রমাণিক।

এসময় জেলা আনসার সদস্যের একটি তদারকি টিম অভিযানে অংশ নেয়।

অভিযানে মেসার্স আনন্দ মিষ্টান্ন  ভাণ্ডারকে ৪০০০ হাজার, মেসার্স জিতু এন্ড ঋতু মিষ্টান্ন ভান্ডারকে ৫০০০ হাজার, মেসার্স বিপুল হোটেল এন্ড রেস্টুরেন্টকে  ৪০০০ হাজার, মেসার্স মুন্সি বেকারী এন্ড কনফেকশনারিকে ১০,০০০ হাজার টাকাসহ মোট ২৩ হাজার টাকা জরিমানা আদায় করেন। এছাড়া নিত্য প্রয়োজনীয় পণ্য বিধি মেনে ক্রয়-বিক্রির জন্য নির্দেশনা প্রদান করেন।

 

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের নড়াইল কার্যালয়ের সহকারী পরিচালক প্রণব কুমার প্রমাণিক বলেন, জনস্বার্থে এ ধরনের অভিযান চলমান আছে।

 

 

SK24/SMK/DESK