নির্বাচনে অংশ নিয়ে বহিষ্কার হলেন পটুয়াখালী সদর উপজেলা বিএনপির সেক্রেটারি


বার্তা বিভাগ প্রকাশের সময় : এপ্রিল ২৩, ২০২৪, ১২:০৯ পূর্বাহ্ণ / Print This Post Print This Post
নির্বাচনে অংশ নিয়ে বহিষ্কার হলেন পটুয়াখালী সদর উপজেলা বিএনপির সেক্রেটারি

স্থানীয় সরকার ইউনিয়ন পরিষদ নির্বাচনে অংশ নেওয়ার অভিযোগ বহিস্কৃত হলেন পটুয়াখালী সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মনির রহমান মৃধা। রোববার (২১ এপ্রিল) রাতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কেন্দ্রীয় সহ দপ্তর সম্পাদক মুহাম্মদ মুনির হোসেন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দলীয় সিদ্ধান্ত অমান্য করে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে অংশগ্রহণের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে পটুয়াখালী জেলাধীন সদর থানা বিএনপির সাধারণ সম্পাদক মনির রহমান বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র প্রাথমিক সদস্য পদসহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

এবিষয়ে মনির রহমান মৃধা বলেন, আমি সদরে বিএনপি জন্ম দিয়েছি, সেই বিএনপি আমাকে বহিষ্কার করে। আমি নির্বাচনে আসছি, আমার ব্যক্তিগত অবস্থান তৈরির জন্য, বিএনপির জন্য নয়। বিএনপির বহিষ্কারের আমার নির্বাচনে কোন প্রভাব পড়বে না।

জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য এড মুজিবুর রহমান টোটন বলেন, দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও দলীয় সিদ্ধান্ত উপেক্ষা করে মনির রহমান মৃধা ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রার্থী হয়েছে। এজন্য কেন্দ্রীয় কমিটি তাকে বহিস্কার করেছে। উল্লেখ্য, এই ইউনিয়ন পরিষদে আগামী ২৮ এপ্রিল ভোট গ্রহণের দিন ধার্য্য করা আছে।


আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০