পূর্ব সুন্দরবনে আগুন জ্বলছে: আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস


শেখ মোহাম্মদ আলী, সুন্দরবন প্রকাশের সময় : মে ৪, ২০২৪, ১১:২৫ অপরাহ্ণ / Print This Post Print This Post
পূর্ব সুন্দরবনে আগুন জ্বলছে: আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস

পূর্ব সুন্দরবনে আগুন লেগেছে। ফায়ার সার্ভিস ও বনরক্ষীরা আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেছে। শনিবার দুপুরে আমুরবুনিয়া ফরেস্ট টহলফাঁড়ি এলাকার বনে আগুন জ্বলতে দেখে এলাকাবাসী বন বিভাগকে খবর দেয়।

সুন্দরবন সংলগ্ন নিশানবাড়ীয়া ইউনিয়ন পরিষদের সদস্য আবু তাহের মিনা জানান, শনিবার সকালে সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের আমরবুনিয়ার টহল ফাড়ির খাড়িরছিলা ও লতিফের ছিলা এলাকার বনে আগুন জ্বলতে দেখা যায়। বনের দুই কিলোমিটার এলাকা জুড়ে আগুন জ্বলছে বেশ কিছু জায়গার লতাপাতা গুল্ম পড়ে ছাই হয়ে গেছে।

শনিবার বিকেল থেকে মোড়েলগঞ্জ ফায়ার সার্ভিস সদস্যরা বন রক্ষীদের সহায়তায় আগুন নিয়ন্ত্রণ কাজ শুরু করেছেন বলে মোরেলগন্জ ফায়ার সার্ভিসের পরিদর্শক মোহাম্মদ কায়েমুজ্জামান জানান।

পূর্ব সুন্দরবন বিভাগের চাঁদপাই রেঞ্জ কর্মকর্তা (এসিএফ) রানা দেব শনিবার দুপুরে ইত্তেফাককে বলেন, বনের মধ্যে ধোঁয়া দেখার খবর পেয়ে বনরক্ষীদের ঘটনাস্থলে পাঠানো হয়। বনরক্ষীরা গ্রামবাসীদের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেছে।

পূর্ব সুন্দরবন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) কাজী মোহাম্মদ নূরুল করিম বলেন সুন্দরবনের আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করা হয়েছে।


আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১