ঘোড়াঘাট উপজেলা

বিএনপির সভাপতিসহ ৩০ বিএনপি-জামাতের নেতাকর্মী কারাগারে


মনোয়ার বাবু, ঘোড়াঘাট প্রকাশের সময় : এপ্রিল ১৯, ২০২৪, ৮:১১ অপরাহ্ণ / Print This Post Print This Post
বিএনপির সভাপতিসহ ৩০ বিএনপি-জামাতের নেতাকর্মী কারাগারে
ক্যাপশনঃ নাশকতার মামলায় আদালতে আত্মসমর্পণ করলে, আদালত তাদের জেল হাজতে পাঠান

দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ বিএনপি ও জামায়াতের ৩০ জন নেতাকর্মী নাশকতার মামলায় আদালতে আত্মসমর্পণ করলে, আদালত তাদের জেল হাজতে পাঠিয়েছেন।

বৃহস্পতিবার (১৮ এপ্রিল) বিকেলে দিনাজপুর কোর্ট পুলিশ পরিদর্শক এ কে এম লিয়াকত আলী এ তথ্য নিশ্চিত করেন।

আসামিরা হলেন, দিনাজপুর জেলা বিএনপির সহসভাপতি ও ঘোড়াঘাট উপজেলা বিএনপির সভাপতি সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহ মোঃ শামীম হোসেন চৌধুরী, ঘোড়াঘাট উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ আবু সাঈদ, সাংগঠনিক সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান মোঃ মাহফুজুর রহমান লাভলু, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আল মামুন সরকার, পৌর যুবদলের যুগ্ন আহবায়ক ও ৬নং ওয়ার্ড কমিশনার শহীদ পারভেজ, জেলা জামায়াতের নায়েবে আমির ও উপজেলা জামায়াতের সাবেক আমির মোহাম্মদ আলমগীর হোসেন, উপজেলার জামায়াতের রোকন মোঃ আনোয়ার হোসেন, জুলফিকার হোসেন ও সজিবুদ্দিন আহমেদ।

এছাড়াও বিএনপি নেতা আতিয়ার রহমান, শাহারুল ইসলাম, শাহিন মিয়া, পলাশ, হাছিবুল ইসলাম, আল রাজিব, তোজাম্মেল হক, ইবাদুর রহমান ইদুয়ার ওরফে মামুন, মান্নান মন্ডল, সাইফুল ইসলাম, বেলায়েত হোসেন, সেলিম, গোলাম রব্বানী, আব্দুর রহিম, মনোয়ার হোসেন, মনিরুজ্জামান ওরফে মিঠু সিদ্দিক, খোরশেদ আলম, মনিরুল ইসলাম, মিঠু, চাঁন মিয়া, মোখাখারুল ইসলাম ওরফে ইসলাম মোল্লা।

কোর্ট পুলিশ পরিদর্শক এ কে এম লিয়াকত আলী বলেন, ঘোড়াঘাট উপজেলায় গত বছর অক্টোবর ও নভেম্বর মাসে বিএনপি-জামাত সরকারবিরোধী আন্দোলনের নামে জ্বালাও পোড়াও এবং অগ্নিসংযোগ করে সাধারণ মানুষের জানমালের ক্ষতিসাধন করেছে। সরকারবিরোধী বিভিন্ন কর্মকাণ্ডের সঙ্গে জড়িত থাকার অপরাধে পুলিশ তাদের বিরুদ্ধে ২টি নাশকতার মামলা দায়ের করে। ওইসব মামলায় পুলিশ তদন্ত করে আদালতে অভিযোগপত্র পেশ করেছে। আসামিরা পলাতক থাকায় তাদের বিরুদ্ধে জেলা ও দায়রা জজ আদালত থেকে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়।

তিনি আরও বলেন, দিনাজপুরের জেলা ও দায়রা জজ মোহাম্মদ যাবিদ হোসেন এর আদালতে তারা আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। আদালত তাদের জামিনের আবেদন না মঞ্জুর করে জেল হাজতে পাঠানোর আদেশ দেন। বৃহস্পতিবার বিকেল ৫টায় কড়া পুলিশ পাহারায় তাদের জেল হাজতে পাঠানো হয়েছে।

 


আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০