১৯শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ || ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ || ১০ই জিলকদ, ১৪৪৫ হিজরি

মোচিকে চিনিশিল্প শ্রমিক-কর্মচারী ফেডারেশনের ২৭তম সাধারণ সভা অনুষ্টিত

ফিরোজ আহম্মেদ,ঝিনাইদহ প্রতিনিধি: , প্রকাশিত হয়েছে-

 

ঝিনাইদহ: ঝিনাইদহের কালীগঞ্জে দক্ষিন- পশ্চিম অঞ্চলের ভারী শিল্প মোবারকগঞ্জ সুগারমিলে বাংলাদেশ চিনিশিল্পের (১৪টি চিনিকলের) শ্রমিক-কর্মচারী ফেডারেশনের ২৭ তম দ্বি-বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার বেলা ১১ টার পর কালীগঞ্জের মোবারকগঞ্জ সুগার মিলে এ সাধারণ সভার আয়োজন করে মোবারকগঞ্জ চিনিকলের শ্রমিক কর্মচারী ইউনিয়ন। চিনিশিল্প করপোরেশন শ্রমিক-কর্মচারী ফেডারেশনের সভাপতি মাসুদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির শ্রম ও জনশক্তি বিভাগের সম্পাদক হাবিবুর রহমান সিরাজ। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার।

 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিলের ব্যবস্থাপনা পরিচালক রাকিবুর রহমান খান, ফেডারেশনের সাধারণ সম্পাদক আনোয়ারুল হক। অনুষ্ঠানের সার্বিক তত্বাবধানে ছিলেন মোচিক শ্রমিক কর্মচারী ইউনিয়নের সভাপতি গোলাম রসুল। বক্তারা, চিনি শিল্পকে বাচিয়ে রাখতে আখের মৃল্য বৃদ্ধির পাশাপাশি চিনি শিল্পের সিন্ডিকেট বন্ধে সরকারের প্রতি আহ্বান জানান।

 

আগামী ১৯ এপ্রিল বৃহস্পতিবার মোচিকে শ্রমিক-কর্মচারী ফেডারেশনের নির্বাচন অনুষ্ঠিত হবে বলেও জানান আয়োজকরা।